22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত ৫, ২ লক্ষ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত ৫, ২ লক্ষ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জ প্রতিনিধি: রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় উধুনিয়া ইউনিয়নে উধুনিয়া ও দিঘলগ্রামের মধ্যে অবসি’ত একটি খালের দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে উধুনিয়া বাজারে অবসি’ত দিঘলগ্রামবাসীদের ১৩/১৪টি দোকান উধুনিয়া গ্রামবাসীরা ভাংচুর করে। এ সময় দোকানের মালামাল ভাংচুর করিয়া লুটপাট করা হয়। এতে দিঘলগ্রামের ৫ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় উধুনিয়া ইউনিয়ন স্বাস্থী কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  সংঘর্ষে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়। ক্ষতিগ্রস’ দোকান মালিকরা হলেন, রফিকুল ইসলাম তালুকদার, আব্দুল খালেক, নুরুতজামান, কিসমত আলী, হযরত সরকার, আবু তাহের তালুকদার, হোসেন আলী, জহুরুল ইসলাম, লিটন সরকার, ইদ্রিস আলী, নুর ইসলাম, আমিরুল ইসলাম, ইয়াছিন আলী ও আজিজুল। দোকান মালিকেরা অভিযোগ করেন, উধুনিয়া গ্রামের ১০/১২ জন লোক লাঠি সোটা নিয়ে তাদের দোকানে হামলা চালায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস’ দোকান মালিকদের পক্ষে দিঘলগ্রামের রফিকুল ইসলাম তালুকদার বাদি হয়ে উধুনিয়া গ্রামের আব্দুল জলিল, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, জিল্লার, খয়বার আলী, আলাল হোসেন, আলহাজ ও আব্দুস সুকুরের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে সকালে এই সংঘর্ষের পর উধুনিয়া বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস’ল পরিদর্শন করেছেন এবং তদন্ত কাজ শুরু করেছেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …