22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় চোরাকারবারী কর্তৃক বিজিবি জখম!!

নওগাঁয় চোরাকারবারী কর্তৃক বিজিবি জখম!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে চোরাকারবারীর অস্ত্রের আঘাতে বিজিবি সদস্য জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বস্তাবর ক্যাম্পে ৬২/৩ এস মেইন পিলারের ১শত গজ দক্ষিনে। বস্তাবর বিজিবি ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত প্রায় ৯ টার দিকে জোতওসমান গ্রামের মাদক ব্যবসায়ী ফেরদৌস ও হাবিরের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী দুই বস্তা বিদেশী মদ ও ফেন্সিডিল নিয়ে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের ঘিরে ফেলে। এ সময় গ্রামবাসীর সহযোগিতায় ফেরদৌস ও হাবিব অতর্কিত ভাবে নেসার উদ্দিন (২০) নামের এক বিজিবি সদস্যের মাথায় দেশীয়  অস্ত্রের আঘাতে জখম করে মালামাল নিয়ে ঐ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। জখমী বিজিবি সদস্য নেসার উদ্দিনকে পতœীতলা বিজিবি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বিজিবি’র ৪৬ পতœীতলা ব্যাটালিয়ান কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রফিকুল হাসান জানান, মদ্যপান অবস্থায় কতিপয় সন্ত্রাসী বিজিবি সদস্যের উপর আঘাত করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …