7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম উদ্বোধন

নওগাঁয় দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম উদ্বোধন

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদর উপজেলার দুটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সোয়া ৫টায় সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের আবাদপুর এবং দশপাইকা গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক। পল্লী বিদ্যুৎ সমিতি এ দু’টি গ্রামে বিদু্যুৎ সংযোগ প্রদান করেছে।
বিকেল সোয়া ৫টায় আবাদপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন হাপানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম এবং যুগ্ম সাধারন সম্পাদক জালাল হোসেন বক্তব্য রাখেন।
এ গ্রামে মোট ৪৯টি বাড়িতে ০.৫৫৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৬ লাখ ১০ হাজার ৫শ টাকা।
পরে বিকেল সাড়ে ৬টায় দশপাইকা গ্রামের মোট ৬৫টি বাড়িতে বিদু্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাপানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এ গ্রামে ০.৭৬৭ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমে মোট ব্যয় হয়েছে ৮ লাখ ৪৩ হাজার ৭শ টাকা।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …