পিরোজপুর প্রতিনিধি: মঙ্গলবার ভান্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাওয়া গ্রামের শাহ আলমের ঘর থেকে শিকলে বাধা কিশোর সামিউল (১২) কে পুলিশ উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনার সাথে জড়িত সেনাবাহিনীর সদস্য মোঃ ইলিয়াচ হাওলাদারকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে প্রকাশ ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে মোদাচ্ছের আলী হাওলাদারের ছেলে সৈনিক মোঃ ইলিয়াচ হাওলাদার বিগত ৪ বছর পূর্বে তার ভায়রা ফারুক নিকট ১ লাখ টাকা সুদে ব্যবসা করতে দেয়। এ টাকা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলতে থাকে এক পর্যায় ফারুকের স্ত্রী লাকী বেগম কোটালি পাড়া থেকে পিতার বাড়ীতে ২বছর পরে বেড়াতে আসে বেড়ানোকে কেন্দ্র করে ইলিয়াচ লাকী বেগমের স্বামীর ভাগ্নে সামিউলকে সাথে নেয়ে বেড়াতে আসে। এ ঘটনা ইলিয়াজ জানতে পেরে শ্বশুর বাড়ীতে গিয়ে শ্যালিকা লাকীকে দেখতে পায় এবং টাকা পয়সা নিয়ে আলোচনা করে কিন’ আলোচনায় উক্ত সৈনিক সন্তোষ জনক না হওয়া ২ দিন পর্যন্ত সামিলউল (১২) পিতাঃ আসাদ, মধনপাড়া, কোটালিপাড়াকে আটক করে রাখে। এ খবর পেয়ে পুলিশ ঘটনা স’ল থেকে উক্ত পায়েবাধা শিকল ও কিশোরকে উদ্ধার করে এবং ইলিয়াচকে আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা হলে পুলিশ ইলিয়াচকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।
Home / সারাদেশ / বরিশাল / ভান্ডারিয়ায় সুদের টাকা আদায় করতে ১২ বছরের কিশোরকে শিকল দিয়ে বেদে রাখে এক সৈনিক অবশেষে গ্রেফতার
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে