8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / বাঁশের কঞ্চি কাটাকে কেন্দ্র করে মাসহ দুই পুত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ

বাঁশের কঞ্চি কাটাকে কেন্দ্র করে মাসহ দুই পুত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ

এনবিএন ডেক্সঃ নওগাঁয় পূর্ব পারিবারিক শত্রুতার জের ধরে বাঁশের কঞ্চি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা মা ও দুই ছেলেকে মারপিট এবং লুটপাট ও ভাঙচুরের  ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ইকরতারা গ্রামে। দুই পুত্রসহ মা বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ওই গ্রামের প্রবাসী আফজাল হোসেনের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের আকরাম হোসেনের ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনদের সাথে পারিবারিক শত্রুতা চলে আসছিল। প্রায়ই ছোট খাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে থাকে। এরই এক পর্যায় গত মঙ্গলবার আফজাল হোসেনের ছেলে মোঃ ইউনুস (১৪) উক্ত আলমগীর হোসেনদের বাঁশ ঝাড় থেকে দাঁত পরিস্কার করার জন্য এক টুকরো বাঁশের কঞ্চি কাটে। এনিয়ে আলমগীর হোসেন এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে ইউনুসের মা মাজেদা খাতুন প্রতিবাদ করলে প্রতিপক্ষরা তাদের বাড়িতে চড়াও হয়ে উক্ত মাজেদা খাতুন, তার ছেলে ইউনুস এবং রবিউলকে লাঠিসোটা, হাঁসুয়া ইত্যাদি দিয়ে মারপিট করে। এতে তারা মারাত্মকভাবে আহত হন। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ি থেকে মাজেদার স্বামী কর্তৃক বিদেশ থেকে পাঠানো ৫০ হাজার টাকাও লুট করে নিয়ে গেছে বলে থানায় দায়েরকৃত এক অভিযোগে জানানো হয়েছে। সংবাদ পেয়ে মাজেদার মামা সদর উপজেলার দশপাইকা গ্রামের মোজাফফর হোসেন ঘটনাস্থলে গিয়ে তার ভাগ্নি এবং ভাগ্নির দুই ছেলে ইউনুস ও রবিউলকে প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেন। পরে তিনি নিজে বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …