ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ “অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান” এ শ্লোগানে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলাহাটে বুধবার পালিত হলো মৎস্য সপ্তাহ/১৪। ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ আনন্দ পুকুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতসহ অন্যান্য অতিথিরা পোনা ছেড়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা ও উপজেলা আলীগের সিনিয়ার সহসভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা(অ:দ:) ওয়ালিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রভাষক আব্দুস সাত্তার ও মৎস্য চাষী মন্জুর হোসেন প্রমূখ। পরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …