এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা পারগানা বাইসি (পরিষদ) ও কারিতাস আলোঘর প্রকল্পের আয়োজেন ১৫৯ তম সান্তাল হুল দিবস পালন করা হয়। গতকাল সোমবার সকাল ১০ টায় আদিবাসীদের একটি র্যালী শেষে উপজেলা পারগানা সেবাস্তিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ইউএনও হেমায়েত উদ্দিন, নারী নেত্রী ইমেলদা মারান্ডী, কারিতাসের এডুকেশন সুপারভাইজার জর্ডান হেমরম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে কারিতাস আলোঘর প্রকল্প কর্তৃক ৬ টি হুইল চেয়ার দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে