6 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে ১৫৯ তম সান্তাল হুল দিবস পালিত!!

নওগাঁর ধামইরহাটে ১৫৯ তম সান্তাল হুল দিবস পালিত!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে  উপজেলা পারগানা বাইসি (পরিষদ) ও কারিতাস আলোঘর প্রকল্পের আয়োজেন ১৫৯ তম সান্তাল হুল দিবস পালন করা হয়। গতকাল সোমবার সকাল ১০ টায় আদিবাসীদের একটি র‌্যালী শেষে উপজেলা পারগানা সেবাস্তিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ইউএনও হেমায়েত উদ্দিন, নারী নেত্রী ইমেলদা মারান্ডী, কারিতাসের এডুকেশন সুপারভাইজার জর্ডান হেমরম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে কারিতাস আলোঘর প্রকল্প কর্তৃক ৬ টি হুইল চেয়ার দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় বাস ডাকাতির ৬ ডাকাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে …