এনবিএন ডেক্সঃ নওগাঁর আত্রাই উপজেলার বড় শিমলা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সাদিয়া আকতার (২)। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর ২টার দিকে। নিহত সাদিয়া ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। নিহত সাদিয়ার বাবা জাহিদুল ইসলাম জানান, সাদিয়া তার দাদীর সাথে বাড়ীর পাশে একটি দোকানে খাবার জিনিস কিনতে যায়। কেনার সময় সবার অজান্তে দোকান ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ক্যানেলের পানিতে পড়ে যায় সাদিয়া। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামবাসী ওই ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় সাদিয়ার মৃতদেহ দেখতে পায়। এ বিষয়ে আাত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন...
নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …