22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মহাদেবপুরে বিষপানে এক গৃহবধুর মৃত্যু ও অপর এক জনের আত্নহত্যার চেষ্ঠা

নওগাঁর মহাদেবপুরে বিষপানে এক গৃহবধুর মৃত্যু ও অপর এক জনের আত্নহত্যার চেষ্ঠা

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার সকালে বিষপানে রঞ্জনা রানী (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে চান্দাস ইউপির চান্দাস গ্রামের পলাশ চন্দ্রের স্ত্রী। নিহতের বাবা ফাইন চন্দ্র ও স্বামী পলাশ জানান, রঞ্জনা  শারীরিক অসুস্থ্যতার কারনে প্যারাসিটামল ঔষুধ সেবন করলে তার শরীরে কাপণী শুরু হয় এবং জ্ঞান হারিয়ে ফেললে সাথে সাথে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন। এব্যাপারে মেডিকাল অফিসার ডাঃ আকতারুজ্জামান আলাল জানান, নিহতের মুখে বিষের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদনে-র জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সার্কেল এসপি শরীফ উদ্দীন ও ওসি মাহমুদুল আলম হাসপাতাল পরিদর্শণ করেন। এসময় চাঁন্দাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মাষ্টার হাসপাতালে উপসি’ত ছিলেন। অপরদিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার ন্যাটশাল গ্রামের  গ্রামের আলাউদ্দীনের স্ত্রী শহিদা (৪০) নিজ ঘরে রাখা কিটনাশক পান করলে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থ্য আশংকাজনক হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।#

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …