7 Kartrik 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক চাই শেখ হাসিনার সাথে সুষমার বৈঠক মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর

বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক চাই শেখ হাসিনার সাথে সুষমার বৈঠক মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর

এনবিএন ডেক্স :বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক’ ও ‘ক্রমবর্ধমান উন্নয়নমূলক’ সম্পর্ক গড়তে আশাবাদী ভারত, এক্ষেত্রে দুদেশের পারস্পারিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতেও আগ্রহী নয় দিলি্ল। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার সরকারের এ অবস্থান তুলে ধরেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, তিস্তা, বর্ডারে বিএসএফের কিলিং দ্রুত সমাধান করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে খুব ইতিবাচক এবং ক্রমশ উন্নয়নশীল সম্পর্ক দেখতে চাই। আন্তরিক আলোচনার মাধ্যমে আমরা পারস্পারিক সব বিষয়ের সমাধান করতে চাই। দারিদ্র্য বিমোচনের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের ব্যাপারে ভারত গুরুত্ব দিচ্ছে বলে জানান সুষমা। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গত মাসে ভারতের সরকার গঠন করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নরেন্দ্র মোদি সরকারের শপথ গ্রহণের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রথম বিদেশ সফরের জন্য বাংলাদেশকেই বেছে নিয়েছেন। বুধবার রাতে তিনদিনের জন্য ঢাকায় পৌঁছানোর পর গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এসময় ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র শেখ হাসিনাকে হস্তান্তর করেন সুষমা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুষমা স্বরাজের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। একেএম শামীম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলো দ্রুত সমাধানের কথা বলেছেন। তিনি এর সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষ করে উনি বলেছেন, দক্ষিণ এশিয়ার প্রধান শত্রু দারিদ্র্য এবং এ দারিদ্র্য নির্মূলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সীমান্তে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে। সন্ত্রাসী ও জঙ্গিদের জন্য বাংলাদেশের মাটি নয়। নূর হোসেনসহ বাংলাদেশের যেসব অপরাধী ভারতে লুকিয়ে আছে প্রধানমন্ত্রী তাদের ফেরত দিতে বলেছেন বলেও জানান তার প্রেস সচিব। তিনি বলেন, স্থল সীমান্ত চুক্তি, তিস্তার পানি বণ্টন চুক্তি ও সীমান্তে বিএসএফের হত্যাকা- দ্রুত সমাধান করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। ওদিকে সুষমা বলেছেন, ল্যান্ড বাউন্ডারি বিল পার্লামেন্টে আছে এবং ইট ইজ আন্ডার অ্যাকটিভ কনসিডারেশন। সুষমা বলেছেন, ঢাকায় আসার আগে তিনি মমতার সঙ্গে কথা বলেছেন এবং মমতা সেন্ট গুড উইশেষ টু আওয়ার প্রাইম মিনিস্টার অ্যান্ড শি থিংকস মোর পজিটিভ। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের প্রকল্প রামপালের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ‘দ্রুত’ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় জোর দিয়েছেন বলে জানান শামীম চৌধুরী। তিনি বলেন, আগরতলায় চাল পরিবহনের জন্য বলেছেন, রোড কন্ডিশন ভালো করা দরকার। এ ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) ভারতের সহায়তা চেয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আগরতলার সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধে সেখানকার মানুষ আমাদেরকে সহায়তা করেছে। সেজন্য সেখানে চাল পাঠানোর ব্যাপারে বাংলাদেশ যা যা করার করবে। প্রধানমন্ত্রী, মৈত্রী টেনের বগি বাড়ানো, বাস সার্ভিস বাড়ানোর কথা বলেছেন। আমাদের নিউক্লিয়ার প্রকল্পে টেনিংয়ের জন্য ভারতের ভাবাতে ট্রেনিং সুবিধা দেয়ার কথা বলেছেন। আসাম-নাগাল্যান্ডের রিফাইনারি থেকে পার্বতীপুরে পাইপলাইন দিয়ে তেল আনার জন্য বলেছেন। এছাড়া বাংলাদেশ-ভারত-চীন-মিয়ানমারের জোট বিসিআইএম নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে শামীম চৌধুরী বলেন, এ ব্যাপারে উনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে, এটা করা দরকার এবং তিনি আশা করেন যে এই চারটা কান্ট্রি একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ-ভারত-ভুটান এর ত্রিপক্ষীয় জলবিদ্যুৎ উৎপাদন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …