22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় গরুচোর সন্দেহে আটক ৪

নওগাঁয় গরুচোর সন্দেহে আটক ৪

এনবিএন ডেক্স : গত সোমবার ভোর রাতে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে গরুচোর সন্দেহে একটি মিনিট্রাক ও চালকসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় জনগণ। রোববার গভীর রাতে এলাকার বিনানপুর গ্রামের মোঃ নজরম্নল ইসলামের প্রাচীরের দরজায় সিঁদ কেটে বাড়িতে প্রবেশ করে দুটি হালের বলদ চুরি করা হয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভোররাতে গনগনপুর বাজারের কাছে রাসত্মায় একটি মিনিট্রাকসহ (যার নং ঢাকা-ন-৮৫১০) ৪ জনকে আটক করেন। আটককৃতরা হলো, নয়ন (২৮) তৌফিক (১৯) জসিম (৩০) ও ইসলাম (৩৫)। ধৃতদের ঘোষনগর ইউপি ভবনে গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়।#

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …