22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / রাহুল গান্ধীকে মোদির উষ্ণ সম্ভাষণ

রাহুল গান্ধীকে মোদির উষ্ণ সম্ভাষণ

এনবিএন ডেক্সঃ লোকসভা নির্বাচনী প্রচারণা চলাকালে পরস্পরকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করলেও নির্বাচনের পর প্রথম মুখোমুখি সাক্ষাতে রাহুল গান্ধীকে উষ্ণ সম্ভাষণে বরণ করলেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার লোকসভা ও রাজ্যসভার এক যৌথ অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ভাষণ দেয়ার পর মোদির সম্ভাষণে রাহুল সিক্ত হন বলে পিটিআই’র বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। লোকসভার প্রধান মিলনায়তনের অষ্টম সারিতে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসেছিলেন দলটির সহসভাপতি রাহুল। হাফ হাতা কুর্তা পরিহিত মোদি রাহুলের কাছাকাছি গিয়েই তার দিকে হাত বাড়িয়ে দেন। করমর্দন করার পর দুনেতা কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনী প্রচারণার সময় একে অন্যকে প্রবল আক্রমণে জর্জরিত করলেও শেষ পর্যন্ত মোদি ও তার দল বিশাল জয় পায়। প্রেসিডেন্টের ভাষণ শুরু হওয়ার আগে রাহুলের মা কংগ্রেস পাটির্র সভাপতি সোনিয়া গান্ধী বিজেপি নেতা এল কে আদভানির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। অধিবেশনে পাশাপাশি আসনে বসে ছিলেন তারা। প্রণব মুখোপাধ্যায়ের ৫৫ মিনিটের ভাষণের সময় চন্দন মিত্র, বাবুল সুপ্রিয়, রাজ্যবরণ রাঠোর ও মনোজ তিওয়ারিসহ বেশ কয়েকজন লোকসভা সদস্যকে বসার আসন না পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …