21 Bhadro 1432 বঙ্গাব্দ শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বেকার ছেলে-মেয়েদের কর্ম সংস্থানের উদ্দ্যোগ নিলেন জি.এম.সৈকত

বেকার ছেলে-মেয়েদের কর্ম সংস্থানের উদ্দ্যোগ নিলেন জি.এম.সৈকত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কৃতি সন্তান, টিভি নাট্য পরিচালক জি.এম.সৈকত এবার শুধু মাত্র সাতক্ষীরা জেলার সাংস্কৃতিমনা ২০ জন বেকার ছেলে- মেয়েদের কর্ম সংস্থানের উদ্দ্যোগ নিলেন। এ ব্যাপারে জি.এম.সৈকত-বলেন, আমার জন্ম সাতক্ষীরাতে, সাতক্ষীরার মাটি আমার মা। আল্লহর রহমতে আর আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি বর্তমানে বাংলাদেশে টিভি নাট্য পরিচালক হিসাবে একটা অবস্থান তৈরি করেছি। সাতক্ষীরার সংস্কৃতি উন্নয়নের জন্য আমার সংগঠন – সাতক্ষীরা সংস্কৃতি উন্নয়ন সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাতক্ষীরার লুকায়িত প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সুযোগ করার লক্ষে প্রতি বছরের ন্যায় এবার ও তারাকাদের তারকা হও – ২০১৪ প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সবার ব্যাপক উৎসাহ এবং সহযোগিতা পেয়েছি। তাই শিল্পী বাছাই এর পাশাপাশি আমি এই উদ্দ্যোগ নিয়েছি। কারন আমার সুটিং ইউনিটে প্রায় ৩০ থেকে ৩৫ জন বিভিন্ন বিভাগে কাজ করে। আমি চাই এই সুযোগটা আমার সাতক্ষীরা জেলার ছেলে-মেয়েরা কাজে লাগাগ। যাতে কিছুটা হলে ও কয়েক জন বেকার ভাই বোনদের একটা কর্ম সংস্থানের ব্যবস্থা হবে।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …