26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / ধর্ষকদের হুমকিতে চিকিৎসা পর্যন্ত হয়নি ধর্ষিতার ভাণ্ডারিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার

ধর্ষকদের হুমকিতে চিকিৎসা পর্যন্ত হয়নি ধর্ষিতার ভাণ্ডারিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার  পুরাতন ফেরিঘাট এলাকায় ৫৫নং উত্তর চরখালী রেজিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছে । ধর্ষিতার পিতা জানান, তার মেয়ে শনিবার সকালে ঘর থেকে বেড় হয়ে দোকানে যাওয়ার  পথিমধ্যে অটোরিশকাচালক দুলাল (২৭) তার অপর দুই সহযোগী হাসান (২০) ও গোলাম মাওলা (১৮) মিলে জোর পূর্বক তাকে  দুলালের খালি ঘরে নিয়ে উপর্যুপুরি পাশবিক নির্যাতন চালিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।  পরে তার জ্ঞান ফিরলে সে বাড়ীতে ফিরে  বিষয়টি তার বাবা মাকে জানায়। বাবা- মা ধর্ষকদের হুমকি ও  লোক লজ্জার ভয়ে  বিষয়টি কাউকে জানাননি  ।  গতকাল রোববার নির্যাতিত মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানা জানি হয়। নির্যাতিত মেয়েটি মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে একটি সূত্র জানায় ধর্ষকরা নির্যাতিত মেয়েটিকে বাড়ী থেকে চিকিৎসার জন্য বের হতে দিচ্ছে না। এদিকে মিডিয়া কর্মীদের কাজ থেকে খবর পেয়ে  থানা পুলিশ রোববার সন্ধ্যায় ঘটনা স’লে যায়। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  দিবাকর মোবাইলে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি জানব, বুজব তারপর মিডিয়াকে বলব।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …