22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / দুই লক্ষ টাকা লুটসহ গদিঘর তছনছ থানা সদরে দুর্ধর্ষ ডাকাতি, ফোনের প্রায় দেড় ঘন্টা পর পুলিশের উপস্থিতি!!

দুই লক্ষ টাকা লুটসহ গদিঘর তছনছ থানা সদরে দুর্ধর্ষ ডাকাতি, ফোনের প্রায় দেড় ঘন্টা পর পুলিশের উপস্থিতি!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলা পৌর সদরের আমাইতাড়া মোড়ে ফার্সিপাড়া রোডে মেসার্স বিতরনী টেডার্সে (চাতাল) ওই ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিক বেলাল ও বিতরনী টের্ডাসের ম্যানেজার শফিউল ইসলাম জানান, গতকাল সোমবার রাত ২ টার দিকে প্রথমে কাতারের বেড়া কেটে শ্রমিকদের শোবার ঘরে অতর্কিত হামলা চালিয়ে ৬ জন শ্রমিককে বেধে ১০/১৫ জনের একটি ডাকাতদল চাতালের ভিতরে প্রবেশ করে। পরে ঘরের জানালার মোটা রড কেটে গদিঘরে প্রবেশ করে ম্যানেজার শফিউল ইসলামের হাত-পা ও চোখ বেধে ঘরের সিন্ধুকে থাকা নগদ ২ লক্ষ টাকা, ঘরের আলমিরাসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে গদিঘর তছনছ করে ফেলে এবং উপড় তলায় ঘরের দড়জায় শাবল মেরে গৃহকর্তার ঘরে প্রবেশ করতে ব্যর্থ হয়ে লোকজনের চিৎকারে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে। বিতরনী ট্রেডার্সের মালিক আবুহেনা নূর মোহাম্মদ মুসা জানান, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে থানা পুলিশকে ফোনে খবর দিলেও ৫ মিনিটের মাত্র দেড় কিঃ মিঃ রাস্তা ১ ঘন্টা থেকে সোয়া ঘন্টার অধিক সময় পর থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এ ঘটনায় ধামইরহাট থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, “রাতে পুলিশ ডিউটিরত অবস্থায় দূরে থাকায় একটু দেরী হতেই পারে, তবে এটি ডাকাতি নয় চুরির ঘটনা এবং একটি পরিকল্পিত ঘটনা বলে আমার ধারনা মামলা পেলে ব্যবস্থা নেয়া হবে।” সম্প্রতি ধামইরহাটে ডাকাতির ঘটনা নতুন কিছু নয়, বর্তমানে সিরিজ ডাকাতির ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। উল্লেখ্য কিছুদিন পূর্বে একই জায়গার চাতাল ব্যবসায়ী নুরুল ইসলামের চাতালে, কয়েকমাস পূর্বে চকতিলন গ্রামে বারী মন্ডলের বাড়ীতে, মঙ্গলবাড়ী গ্রামীন ব্যাংকের ম্যানেজারের বাড়ীতে, ২০১২ সালের ১৮ ডিসেম্বর থানা থেকে ১০০ গজ দূরে বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান জিন্নাহ’র বাড়ীতেও দূর্ধর্ষ ডাকাতি চালিয়ে ৪০ ভরি স্বর্ণ ও নগত টাকা লুট করে। ভুক্তভোগী জিল্লুর রহমান ও আবুহেনা নূর মোহাম্মদ মুসা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …