15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / রাস্তা নিয়ে প্রতারণা রাস্তা বন্ধ করায় শাজাহানপুরের নিশ্চিন্তপুর মধ্যপাড়া মসজিদের মুসলি্লসহ পুরো গ্রামবাসী জিম্মি

রাস্তা নিয়ে প্রতারণা রাস্তা বন্ধ করায় শাজাহানপুরের নিশ্চিন্তপুর মধ্যপাড়া মসজিদের মুসলি্লসহ পুরো গ্রামবাসী জিম্মি

এনবিএন ডেক্সঃ  বগুড়ার শাজাহানপুরে চলাচলের রাস্তা নিয়ে এক প্রতিবেশীর প্রতারণার শিকার হয়েছেন নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামবাসী। এতে নিশ্চিন্তপুর মধ্যপাড়া জামে মসজিদের মুসুলি্লসহ ওই এলাকার কয়েক শত মানুষ জিম্মি হয়ে পড়েছেন। এ বিষয়ে গ্রাম্য সালিশি বৈঠক এবং বগুড়া পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। নিশ্চিন্তপুর মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি রজিব উদ্দিন জানিয়েছেন, ওই এলাকার মৃত মংলা প্রামাণিকের বাড়ির পাশে থাকা একটি ইজমিয়ালি রাস্তা দিয়ে বৃটিশ আমল থেকে মসজিদের মুসুলি্ল সহ স্থানীয় লোকজন যাতায়াত করতেন। আজ থেকে ২০ বছর আগে প্রতিবেশীদের সাথে কথা বলে নিজের উঠানের উপর দিয়ে সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করে মৃত মংলা প্রামাণিকের পুত্র লাল মিয়া এবং বৃটিশ আমলের রাস্তটি তিনি বন্ধ করে দেন। এরপর থেকে নতুন রাস্তা দিয়ে লোকজন চলাচল করতে থাকে। বিকল্প রাস্তা তৈরির ১৩/১৪ বছর পর এই রাস্তাটিও বন্ধ করে দেন লাল মিয়া। ফলে রাস্তার অভাবে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমতাবস্থায় সমস্যার সমাধান চেয়ে ২০০৮ সালের ২৬ অক্টোবর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক এবং সারোয়ার হোসেন বগুড়া পৌরসভার মেয়রের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পৌর মেয়র এড. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বন্ধ রাস্তাটি উন্মুক্ত করে দিতে তিনি লাল মিয়াকে নির্দেশ দেন। লাল মিয়া তৎক্ষণাৎ রাস্তাটি খুলে দিলেও কয়েকদিন পর আবারও তা বন্ধ করে দেন। এর আগে আব্দুল কাদের নামের এক গ্রামবাসী ২০০৮ সালের ২১ অক্টোবর রাস্তার বিষয় নিয়ে শাজাহানপুর থানায় একটি জিডি করেছিলেন (জিডি নং ৮৭৬)। এরপর বিষয়টি সমাধান করতে ২০১০ সালের ১৬ অক্টোবর সকালে নিশ্চিন্তপুর উন্নয়ন কমিটির সভাপতি মোজাম্মেল হক আকন্দের সভাপতিত্বে গ্রাম্য সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিকল্প রাস্তা তৈরি করবেন বলে অঙ্গীকার করেন লাল মিয়া। কিন্তু পরবর্তীতে তিনি কথা রাখেননি। নিশ্চিন্তপুর মধ্যপাড়া জামে মসজিদের মুসুলি্ল মৃত কাজেম উদ্দিন আকন্দের পুত্র আব্দুল জোব্বার জানিয়েছেন, চলাচলের রাস্তা নিয়ে পৌরসভায় অভিযোগ দেয়া ছাড়াও স্থানীয় ভাবে ৩ বার গ্রাম্য সালিশ করা হয়েছে। জমি মাপজোক করা হয়েছে। কিন্তু লাল মিয়ার এক গুয়েমিতে রাস্তার বিষয়টির কোন সমাধান হয়নি। উল্টো গরুর গোবর, বড়ই গাছের কাটা যুক্ত ডালপালা দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাস্তার বিভিন্ন অংশ থেকে মাটি কেটে রাস্তাটি নিশ্চিহ্ন করার চেষ্টা করছেন। ফলে মসজিদের মুসুলি্ল, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ পুরো গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে লাল মিয়া জানিয়েছেন, আমি একক ভাবে রাস্তা দিবনা। প্রতিবেশিদের দরকার হলে তাদেরকেও রাস্তার জন্য জায়গা দিতে হবে। তবে বৃটিশ আমল থেকে চলে আসা রাস্তাটি কেন বন্ধ করেছেন এমন প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। রাস্তা নিয়ে নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় পৌর কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু জানিয়েছেন, লাল মিয়ার একগুয়েমিতে পুরো গ্রামবাসি জিম্মি হয়ে পড়েছে। অবিলম্বে এ দুর্ভোগের অবসান হওয়া দরকার।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …