15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর সাপাহারে কাষ্টমস করিডোরের উদ্বোধন!!

নওগাঁর সাপাহারে কাষ্টমস করিডোরের উদ্বোধন!!

এনবিএন ডেক্সঃ ভারত থেকে আসা গবাদী পশুর সরকারী ট্যাক্স আদায়ে লক্ষে নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর বিওপি এলাকায় বিট-কাষ্টমস করিডোর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার ক্ষমতায় এলে দেশের সর্বত্রই উন্নয়ন হয়। নওগাঁর সাপাহার উপজেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ উপজেলায় একটি বিট করিডোর চালু করার। এ এলাকা দিয়ে আসা ভারতীয় গরু মহিষের করিডোর করতে তাদেরকে চাপাইনবাবগঞ্জের ভোলাহাট যেতে হত। এতে অনেকেই যেত অনেকেই যেতনা ফলে সরকার হারাত লক্ষ লক্ষ টারা রাজস্ব। স্বাধীনতার পর দেশে অনেক সরকার ক্ষতায় এসেছে সাপাহারবাসীর এ দাবী কেউ পূরন করেনি। আওয়ামী সরকার ক্ষমতায় এসে এলাকার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে তাদের স্বপ্নের সে দাবী পূরণ করেছে। তাই উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে হলে সরকারের ও ধারাবাহিকত বজায় রাখার জন্য এলাকাবাসীর নিকট দাবী জানান। গতকাল রোববার দুপুরে সাপাহার উপজেলার খঞ্জনপুরে ভারত থেকে আসা গবাদী পশুর সরকারী ট্যাক্স আদায়ে লক্ষে নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর এসব সভায় তিনি এ কথা গুলো বলেন। নওগাঁ কাষ্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সন্তোষ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতœীতলার ৪৬ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল হাসান, নওগাঁর পুলিশ সুপার কাইয়মুজ্জামান খান, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, বিট পরিচালনা কমিটির সভাপতি শাজাহান হোসেন, সাধারণ সম্পাদক গোপার চন্দ্র মন্ডল ও বিটের ইজারাদার শিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দদের সাথে নিয়ে দুপুরে প্রধান অতিথি নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রম এর উদ্বোধন করেন।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার

নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …