15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বজ্রপাতে আহত ৩০জন এখন আশঙ্কামুক্ত!!

নওগাঁয় বজ্রপাতে আহত ৩০জন এখন আশঙ্কামুক্ত!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর ধানের হাটে বজ্রপাতে আহত ৩০জন এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আলাউদ্দিন। তিনি গতকাল শনিবার সাংবাদিকদের জানান, গত শুক্রবার সকালে ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। এদের মধ্যে একজনকে নওগাঁ সদর হাসপাতালে ও অন্য আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতোমধ্যেই ভর্তি হওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৭জন। আর যারা চিকিৎসাধীন রয়েছেন তারাও আশঙ্কামুক্ত বলে জানান তিনি। উলে¬খ্য, গত শুক্রবার সকালে উপজেলার স্বরস্বতীপুর ধানের হাটে বেচা-কেনা চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া ও একই সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান ৫জন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার

নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …