15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর ধামইরহাটে রাজশাহী বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক ৫ নিদর্শন স্থান পরিদর্শন!!

নওগাঁর ধামইরহাটে রাজশাহী বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক ৫ নিদর্শন স্থান পরিদর্শন!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে ২শত বছরের প্রাচীন শালবন সহ ৫ টি ঐতিহাসিক নির্দশন পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। গতকাল শনিবার সরকারী সফরে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন ও সরকারী কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় শেষে ধামইরহাট উপজেলার ২ শত বছরের প্রাচীন শালবন বেষ্টিত আলতাদিঘী জাতীয় উদ্যান, জগদ্দল বিহার, ভীমের পান্টি, হরগৌরি মন্দির ও মাহী সন্তোষ মাজার শরীফ পরিদর্শন করেন। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন, ইউএনও হেমায়েত উদ্দিন, পতœীতলা সার্কেল এসপি সৈয়দ ইকবাল,পতœীতলা রেঞ্জ অফিসার হেলাল উদ্দিন, সাংবাদিক এম এ মালেক প্রমুখ। ধামইরহাট বনবিট অফিস পরিদর্শনকালে বীট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিককে বাশের চারা তৈরী ও বৃক্ষরোপনে ৩য় বারের মত প্রধানমন্ত্রীর প্রথম পুরুস্কারে ভুষিত হওয়ায় বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ধন্যবাদ জানান। ইতিমধ্যেই আলতাদিঘী জাতীয় উদ্যানের অবকাঠামো নির্মানের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং আগামীতে সব রকম উন্নয়ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলতাদিঘী তার রুপ বৈচিত্র দিয়ে শ্রীঘ্রই পর্যটকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …