20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে ডাকাতি দুই লক্ষাধিক টাকার মালামাল লুট!!

নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে ডাকাতি দুই লক্ষাধিক টাকার মালামাল লুট!!

এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে এক চাতাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির সবাইকে বেঁধে মারপিট করে স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিশপুর গ্রামে। গৃহকর্তা আবুল হোসেন জানান, ওই গ্রামে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান চাতাল ও বাড়ি একই জায়গায়। অন্যান্য দিনের মত রাতেও তার চাতালের শ্রমিকরা ধান ভাঙার কাজ করছিল। গত মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১টায় ১৫/১৬ জনের ডাকাতদল চাতালে এসে শ্রমিকদের পুলিশ বলে পরিচয় দেয়। এরপর ডাকাতরা কয়েকজন শ্রমিককে বেঁধে দু’জন শ্রমিককে সাথে নিয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে যায়। এ সময় আবুল হোসেন ঘরের বাইরে আসলে ডাকাতরা তাকে এবং পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ও মারপিট করে আলমারির তালা ভেঙে স্বর্ণের গহনা, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । আবুল হোসেন ওই গ্রামের মৃত সখিন উদ্দিনের ছেলে। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) শামছুল আলম জানান, ঘটনার খবর পেয়ে এসআই অনু ইসলাম সহ তিনি ঘটনাস্থলে যান। এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …