7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / কলারোয়ায় আগামী ২৮ মে পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে

কলারোয়ায় আগামী ২৮ মে পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে এবিষয়ে উপজেলা উত্তরণ সংস্থা ও ইলেকশন ওয়ার্কিং গ্রুপ মাইকিং করে প্রচার করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহম্মেদ ও উপজেলা উত্তরণ সংস্থার প্রতিনিধি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, আপনার এলাকায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীগণ ২৮ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কররেন। যাদের জন্ম ০১ জানুয়ারি ১৯৯৭ বা তার পূর্বে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়ার সত্বেও যারা ইতিপূর্বে ভোটার হতে পারেননি হালনাগাদ কার্যক্রমে শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন। হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদের নাম কর্তন করা হবে। কোন ভোটার মৃত্যুবরণ করে থাকলে তার বিষয়ে তথ্য সংগ্রহকারিকে জানান, তথ্য সংগ্রহের সময় তথ্য সংগ্রহকারীগণ স্লিপের মাধ্যমে কখন কোথায় ভোটার নিবন্ধের জন্য ছবি তুলতে হবে তা জানিয়ে দেবেন। ভোটার হওয়ার যোগ্য কেহ বাড়ি না থাকলে তার তথ্যাদি তথ্য সংগ্রহকারিকে জানান। মনে রাখবেন, যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের আর নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নাই। কোন ভাবেই একাধিকবার বা একাধিক স্থানে ভোটার হওয়া যাবে না। একাধিকবার বা একাধিক স্থানে ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। একাধিক বার বা একাধিক স্থানে ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সানাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। মনে রাখবেন ভোটার হিসাবে নিবন্ধিত হলেই জাতীয় পরিচয় পত্র এবং নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন। কাজেই আপনি ভোটার হওয়ার যোগ্য হওয়ার সত্বেও না হয়ে থাকলে সঠিক তথ্য দিয়ে ভোটার হন ও ভোটার হালনাগাদ কার্যক্রমকে সহায়তা করুন। কোনভাবেই ভুল জন্ম তারিখ বা ভুল তথ্যদিয়ে ভোটার হবেন না। সঠিক তথ্য দিয়ে ভোটার হোন হালনাগাদ কার্যক্রমকে সহায়তা করুন। একই সাথে দেশের ১০টি বিভাগের ৭৫টি উপজেলায় উত্তরণ সংস্থা ভোটার হালনাগাদ কার্যক্রমের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …