22 Bhadro 1432 বঙ্গাব্দ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / কলারোয়ায় স’মিল করাতকলে এক কর্মচারী আহত

কলারোয়ায় স’মিল করাতকলে এক কর্মচারী আহত

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় স’মিল কাঠ করাতে এক কর্মচারির হাত কেটে জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার বেলা ১টার দিকে পৌর বাজারের সরকারি কলেজ বাস ষ্টান্ড মোড়ের জামাল স’মিলে। জানা গেছে, উপজেলার রায়টা গ্রামের ইউনুছ আলী (২৭) প্রতিদিনের ন্যায় ওই মিলে কাজ করতে যায়। এসময় সে ওই মিলের একটি বড় কাঠের গুড়ি করাতে কাটতে গিয়ে অসাবধান বসত তার বাম হাতের ক্বজি কাঠের সাথে করাত কলের মধ্যে ঢুকে পড়লে এ দূর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে কলারোয় সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …