কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় স’মিল কাঠ করাতে এক কর্মচারির হাত কেটে জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার বেলা ১টার দিকে পৌর বাজারের সরকারি কলেজ বাস ষ্টান্ড মোড়ের জামাল স’মিলে। জানা গেছে, উপজেলার রায়টা গ্রামের ইউনুছ আলী (২৭) প্রতিদিনের ন্যায় ওই মিলে কাজ করতে যায়। এসময় সে ওই মিলের একটি বড় কাঠের গুড়ি করাতে কাটতে গিয়ে অসাবধান বসত তার বাম হাতের ক্বজি কাঠের সাথে করাত কলের মধ্যে ঢুকে পড়লে এ দূর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে কলারোয় সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন...
নওগাঁয় ন্যায্য মুল্যের দোকানে গরুর মাংস ৬০০ টাকা কেজি
নওগাঁ প্রতিনিধি: ভোক্তাদের সুবিধার জন্য নওগাঁয় ন্যায্য মুল্যের দোকানে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ বাজারে (সিও অফিস) ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি হয়। বাজারের তুলনায় কেজিতে কমপক্ষে ৯০-১০০ টাকা কমে মাংস পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ ।উপজেলা পরিষদের দ্বিতীয় গেটের বাম পাশে এ (সিও অফিস) ন্যায্য মুল্যের দোকান। দোকানটি রাস্তার উত্তরপাশে অবস্থিত। বাজারে এ দোকান থেকে একটু দুরেই …