22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / খুনের দায়ে চীনা ধনকুবেরের মৃত্যুদন্ড

খুনের দায়ে চীনা ধনকুবেরের মৃত্যুদন্ড

এনবিএন ডেক্স: মাফিয়া স্টাইলের অপরাধ ও খুনের দায়ে চীনা ধনকুবের লিউ হানকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। তার সঙ্গে দেশটির সাবেক নিরাপত্তা প্রধান ঝু ইয়ঙক্যাঙয়ের সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়। শুক্রবার চীনের হুবাই প্রদেশের একটি আদালত হানকে মৃত্যুদন্ডে দন্ডিত করে বলে চীনা রাষ্ট্রিয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। আদালত হান ও তার ভাই লিউ উয়িকে “সংঘবদ্ধভাবে মাফিয়া ধরনে অপরাধ পরিচালনা ও খুনের” অভিযোগে দোষি সব্যস্ত করে। একই ধরনের অভিযোগে অভিযুক্ত ৩৬ জনের একটি অপরাধী চক্রের মধ্যে এই দুজনও ছিলেন। চীনের সামপ্রতিক দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এক সময়ের ক্ষমতাধর নিরাপত্তা প্রধান ইয়াঙক্যাঙয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে চীনা কর্তৃপক্ষ। ইয়াংক্যাঙের দুর্নীতি চক্রে হান একটি অংশ ছিলেন বলে ধারণা করা হয়। লিউ হান ও তার দল “সংঘবদ্ধ পদ্ধতিতে চালানো অবৈধ কার্যকলাপের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছিল” বলে রায়ে জানিয়েছে আদালত। তারা বিভিন্ন ঘটনায় “খুন, ক্ষয়ক্ষতি ও অবৈধভাবে আটক করা”সহ বিভিন্ন অপরাধ করেছে বলে জানিয়েছে আদালত। সিচুয়ান প্রদেশের গুয়াঙহানের জুয়ার মেশিনগুলো অবৈধভাবে নিয়ন্ত্রণের জন্য তারা “সরকারি কর্মচারীদের সঙ্গে করা গোপন আঁতাতের” ওপর নির্ভর করতো বলে জানিয়েছে আদালত। এই মামলার সূত্র ধরে সাবেক নিরাপত্তা প্রধান ঝু ইয়েঙক্যাঙের বিরুদ্ধেও ফৌজদারি তদন্ত শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর তা ঘটলে সেটি হবে কমিউনিস্ট চীনের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক দুর্নীতির ঘটনা।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …