15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর আত্রাইয়ে চাঁদার ধান না পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে পিটিয়েছে জেএমবি ক্যাডাররা!!

নওগাঁর আত্রাইয়ে চাঁদার ধান না পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে পিটিয়েছে জেএমবি ক্যাডাররা!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সংগঠনের তৎকালীন অপারেশন কমান্ডার সিদ্ধিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের সহযোগী ক্যাডাররা পুলিশি হয়রানি ও গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন বিভিন্ন দেশে পালিয়ে ও দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে থেকে হঠাৎ করে এলাকায় এসে ফের সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য প্রকাশ্যে চাঁদাবাজীতে লিপ্ত হয়েছে ওই ক্যাডাররা। চাঁদার কৌশল হিসেবে প্রথমে তারা চলতি ইরি মৌসুমে কৃষকের কাছ থেকে জোরপূর্বক উৎপাদিত ধানের চাঁদা দাবি করলে হায়দার নামের এক কৃষক তাদের দাবিকৃত চাঁদার ধান দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারপিট করেছে। ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আমিন উদ্দিন সরদারের ছেলে হায়দার আলী বেশ কিছুদিন ধরে একই গ্রামের তরিকুল ইসলামের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতো। এই জমির উৎপাদিত ধানের অংশ তরিকুল ইসলামকে না দিয়ে কাশিয়াবাড়ি গ্রামের জেএমবি ক্যাডার মোজাফফর সরদার, সোলাইমান, শাহীন, আসলাম মোস্তাফিজুর রহমান বাবুসহ ৮/১০ জনের একটি দল ওই জমির ধান তাদেরকে দিতে হবে বলে হায়দারকে প্রাণনাশের হুমকীসহ নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। হায়দার তাদের দাবিকৃত ধান দিতে অস্বীকার করলে গত ১২ মে সোমবার বিকেলে তার বাড়ি থেকে খলিয়ানে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হায়দারকে মারপিট শুরু করে। তার আতœচিৎকারে বড়ভাই ভোঁপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জানবক্স, তার স্ত্রী কহিনুর বিবি, ছোট ভাইয়ের স্ত্রী মরিয়মসহ প্রতিবেশিরা ছুটে আসলে ওই ক্যাডাররা তাদেরকেও বেধরক মারপিট করে রক্তাক্ত যখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে দেয়। সেখানে হায়দারের স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জেএমবি ক্যাডারদের এই মারপিটের সময় আত্রাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই সময় পুলিশ ২০০৪ সালে জেএমবি ক্যাডার দ্বারা নিহত দ্বীপংঙ্কর হত্যা মামলার অন্যতম আসামী বাংলাভাইয়ের সহযোগী শাহিন, ও মোজাফফর হোসেনকে আটক করে থানায় নিয়ে আসলে প্রভাবশালী এক নেতার হস্তক্ষেপে পুলিশ তাদের জামাই আদর করে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়। এ ব্যাপারে জানবক্স বাদি হয়ে ছেড়ে দেওয়া দুইজনসহ ১০ জনকে আসামী করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। জানবক্স জানান, পুলিশ আসামী ধরতে টালবাহানার কারণে আসামীরা আরো বেপরোয়া হয়ে তার পরিবারের লোকদের প্রাণনাশের হুমকী দিয়ে বেড়াচ্ছে। এমনকি রাতের আঁধারে আমার ভাইয়ের বাড়িতে মানুষের বিষ্ঠা ছিটিয়ে পরিবেশ নষ্ট করছে। নিরাপত্তাহীনতার কারণে তারা চিকিৎসা শেষে বাড়ি যেতে সাহস পাচ্ছেনা। জেএমবি’র অন্যতম ক্যাডার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মোস্তাফিজুর রহমান বাবুসহ এই ক্যাডাররা ২০০৪ সালে বাংলাভাই ও শায়খ আব্দুর রহমানের সহায়তায় ওই এলাকায় ব্যাপক চাঁদাবাজি, মারপিট, লুটপাট করে। তারা আমার বাড়ি-ঘর ভাংচুড়, পুকুরের মাছ, গরু ছাগল লুটপাট করে নিয়ে যায়। সরকার যখন জঙ্গি দমনে অভিযানে নামে, তখন গ্রেফতার এড়াতে বাংলাভাইয়ের সহায়তায় জেএমবি’র এই শীর্ষ ক্যাডার মোস্তাফিজুর রহমান বাবু বিদেশে পালিয়ে যায়। দীর্ঘ দিন পর সম্প্রতি এলাকায় এসে তার সেই পুরোনো সহযোগীদের একত্রিত করে কৃষক পর্যায়ের লোকের কাছে আবারো চাঁদাবাজি শুরু করে। কাশিয়াবাড়ি গ্রামের দেলোয়ার সরদার (৩৫) বিলকিছ বিবি (৩০) সুজুন (২৫) আঃ রাজ্জাক (২৭) জানান, ওরাতো বাংলাভাইয়ের ক্যাডার বাহিনী ছিলো। সে সময় অনেক মানুষকে মারপিট ও বাড়িঘর লুটপাট করে জালিয়ে দিয়েছে। মোস্তাফিজুর রহমান বিদেশ থেকে ফিরে এসে আবারো চাঁদাবাজি শুরু করেছে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের অতীত ইতিহাস ভালো নয়। তারা বিগত দিনে অনেক দাঙ্গাবাজি করেছে। তবে জেএমবি সুসংগঠিত হচ্ছে এমন কথা বলতে তিনি নারাজ।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …