সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো: নাজিম উদ্দীন বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভ’মিকা অপরিসীম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব গ্রামাঞ্চলে সন্ত্রাস দমনে ভ’মিকা রাখা । বিধায় তাদেরকে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় এই বাহিনীকে সজাগ থাকতে হবে। বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আনসার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ফোরকান উদ্দিন আহমেদ, সাতক্ষীরা আসনার ব্যাটালিয়নের কমান্ড্যান্ট স্বপন কুমার দেবনাথ প্রমুখ । সমাবেশে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ শতাধিক সদস্য অংশ গ্রহন করেন।
Home / সারাদেশ / সাতক্ষীরায় আনসার সমাবেশে বাহিনীর ডিজি মেজর জেনারেল নাজিম উদ্দিন আনসার বাহিনীকে দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সজাগ থাকতে হবে
আরও পড়ুন...
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার
নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …