6 Srabon 1432 বঙ্গাব্দ সোমবার ২১ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / আজ রাতে দেশ ছাড়বে ‘এ’ দল

আজ রাতে দেশ ছাড়বে ‘এ’ দল

 স্পোর্টস রিপোর্টার :
অধিনায়ক নাসির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল আজ রাত ৯টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। ১৫ সদস্যের ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজে প্রায় মাসবাপ্যী অবস্থা করবে। এদিকে ক্রিকেটাররা সোমবার অনুশীলন করেছেন। সকাল থেকে অনুশীলন শেষে যে যার ব্যক্তিগত কাজ সেরে নিয়েছে বলে বিসিবি সূত্র থেকে জানা গেছে। গতকালও অনুশীলন অব্যাহত রেখেছিলেন ক্রিকেটাররা। কাল ‘এ’ দল বারবাডোজে পা রাখবে। চার দিন টানা অনুশীলন শেষে ২৬-২৯ প্রথম চার দিনের ম্যাচে মাঠে নামবে নাসিররা। সফরে ‘এ’ দল দু’টি চার দিনের, তিনটি একদিনের ও দু’টি টি-২০ ম্যাচ খেলবে। ১৫ জুন সফর শেষ করে পর দিন দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন নাসির-ইমরুলরা। এদেক ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালে বাংলাদেশের মাটিতে হোম সিরিজে ভারতের বিপক্ষে ১৫ জুন বাংলাদেশ মাঠে নামবে। এর আগেই জাতীয় দলের সঙ্গে অংশ নিতে কয়েকজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আসবেন বলে আগেই জানিয়ে রেখেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। মুলত জাতীয় দলের সদস্য নাসির হোসেন আর ইমরুল কায়েস-র ফর্ম ফিরিয়ে আনতেই দুই জনকে এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানো হচ্ছে।
এ দলের অধিনায়ক হিসেবে সফর আর নিজের ফর্ম প্রসঙ্গে ‘এ’ দলের অধিনায়ক নাসির অনুশীলন শেষে মিডিয়াকে বলেন, এই সফরে আমাদের টার্গেট ব্যক্তিগত পারফরমেন্সের সঙ্গে দলীয় ফলাফল ভাল করা। দলে একাধিক নতুন প্রতিভা আছে, যারা আগামী দিনে জাতীয় দলের তারকা হবার যোগ্যতা রাখে। আর আমি নিজেও ভারত সফরের আগে ব্যাটে-বলে ফর্মে আগের জায়গায় ফিরে পেতে চাই। আসলে সব ক্রিকেটারেরই একটা বাজে সময় যায়। আমারও তেমন যাচ্ছে। আশা করছি লক্ষ্য অর্জনে সফল হবো এবং ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আমাদের দলীয় ফলাফল ভাল হবে।

আরও পড়ুন...

নওগাঁয় তারুন্যের উৎসবে ব্যাটমিন্টন প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধিঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় …