7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / এক দশক পেরিয়ে তাদের সিটিসেল তারকাকথন

এক দশক পেরিয়ে তাদের সিটিসেল তারকাকথন

এনবিএন ডেক্স:  ‘সিটিসেল তারকাকথন’ চ্যানেল আইতে প্রচারিত দর্শকপ্রিয় অনুষ্ঠানের একটি। ২০০৪ সালের আজকের দিনে (২১ মে) এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিলো। আজ এই অনুষ্ঠানটি এক দশক পেরিয়ে এগারো বছরে পদার্পণ করতে যাচ্ছে। আজ দুপুর ১২.৩০ মিনিটে চ্যানেল আইতে এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যা আজকের ‘সিটিসেল তারকাকথন’ হিসেবে প্রচার করা হবে। আজ অনুষ্ঠানটির ২৯০৬তম পর্ব প্রচার হবে। অনুষ্ঠানের প্রযোজক অনন্য রুমা বলেন ,’ অনেক কষ্টে দর্শক আর শিল্পী কলাকুশলীদের সহযোগিতায় আজ সিটিসেল তারকাকথন এক দশক পেরিয়ে এগারো বছরে পদার্পণ করছে। এটা আমাদের কাছে সত্যিই ভীষণ আনন্দের। অনুষ্ঠানটিতে আর কী কী পরিবর্তন আনা যেতে পারে তা নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রের ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্ব আজ উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কন্ঠশিল্পী আসিফ আকবর যিনি ছিলেন সিটিসেল তারকাকথন’র প্রথম অতিথি। ‘ সিটিসেল তারকাকথন বিগত প্রায় দুই বছর যাবত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদেরকে মাসের ১৬ অথবা ২৬ তারিখে বিশেষভাবে সম্মাননা জানাচ্ছে। অনুষ্ঠানটি প্রসঙ্গে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন ,’ সিটিসেল তারকাকথন অনুষ্ঠানটি স্ব-মহিমায় আজ অনেক ভালো একটি অবস্থানে এসে পৌঁছেছে। এর সঙ্গে জড়িত স্পন্সর কোম্পানীসহ প্রত্যেকের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা বেশ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন।’ সিটিসেল তারকাকথনে শুরু থেকেই সহকারী প্রযোজক হিসেবে কাজ করছেন সোহেল হাকিম। উপস্থাপনার সঙ্গে শুরু থেকেই জড়িত মৌসুমী বড়ুয়া। পরবর্তীতে উপস্থাপনায় যুক্ত হয়েছেন দিলরুবা সাথী ও আফরিন। শুধু স্টুডিতেই নয় যখন যেখানে প্রয়োজন ‘সিটিসেল তারকাকথন’ টিম পৌঁছেগেছে সেখানে দর্শকের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপনের জন্য। অনুষ্ঠানটি ৩০ মিনিটের হলেও ব্যক্তি বিশেষে এর সময়ব্যাপ্তি বৃদ্ধি করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে কুইজের মাধ্যমে বিজয়ী অনুষ্ঠানের শেষ ১০ মিনিট তার প্রিয় তারকার সঙ্গে সরাসরি আড্ডায় অংশগ্রহণও করতে পারেন। উল্লেখ্য অনুষ্ঠানটি শুধু শুক্রবার প্রচার হয় না।

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …