
আজ প্রচার হবে ‘যোগাযোগ গোলযোগ’…
মির্জা বংশের দুই ভাইকে নিয়েই এর পটভূমি গড়ে উঠেছে। এ ধারাবাহিকটির চরিত্রগুলো অকারনে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ে। এতে আমি ছাড়াও আরো অভিনয় করেছেন- আফজাল শরীফ, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাবি্বর, সুমাইয়া শিমু প্রমুখ।
ঊর্মিলা থেকে আসিয়া আলী মির্জা…
‘যোগাযোগ গোলযোগ’ ধারাবাহিকে আমার চরিত্রটির নাম আসিয়া আলী মির্জা। আমি বদরাগি স্বাভাবের একজন মেয়ে। সামান্য তুচ্ছ কারনেই চট করে আমার রাগ উঠে যায়। তবে আমি সারাক্ষণ কমিকসের বই পড়ি আর হাসি।
ছোটপর্দায় ঊর্মিলা …
আমি ডজন খানেক ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছি। এগুলো হচ্ছে- এজাজ মুন্নার ‘যোগাযোগ গোলযোগ’, ‘ফ্যামেলি প্যাক’, রাজের ‘গেইম’, ‘সোনালি মেঘের ভেলা’, ‘পরিবার করি কল্পনা’, ‘অপরাজিতা’ ইত্যাদি। তাছাড়া আসছে ঈদ উপলক্ষে একাধিক খ- নাটকেও নিয়মিত কাজ করছি।
পরিবার করি কল্পনা…
পারিবারিক গল্প নিয়েই এ ধারাবাহিকটির পটভূমি গড়ে উঠেছে। এতে আমাকে পরিবারের মেজো বউয়ের ভূমিকায় দেখা যাচ্ছে। ধারাবাহিকটি পরিচালনা করছেন রেদওয়ান রনি।
সর্বশেষ খন্ড নাটক…
‘সম্পর্কের গল্প’ নামের একটি খ- নাটকে অভিনয় করেছি। গত শনিবার ঢাকার অদূরে দক্ষিণখানের পুলেরটেকে এর শুটিং শেষ হয়েছে। এতে আমি তাহসান ভাইয়ার সঙ্গে জুটিবদ্ধ হয়েছি। এর আগেও আমি তাহসান ভাইয়ার সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে সেখানে আমি অতিথি শিল্পী হিসেবে কাজ করেছি।
অভিনয় ছাড়া যা পারি…
আমি অভিনয় ছাড়া গান ও নাচ পারি। কারণ আমার মা নাচ-গান দুটোতেই সমান পারদর্শী। তাই তিনি চান আমিও তার মতো হই। সে কারনেই তিনি আমাকে বেশ যত্ন করেই এগুলো শিখিয়েছেন।
ঊর্মিলা নামের রহস্য…
ঊর্মিলা নামটি রেখেছিলেন আমার ঠাকুরমা। রামায়নে লক্ষণের স্ত্রীর নাম ছিল ঊর্মিলা। সে নাম অনুসারেই তিনি আমার নাম রাখেন। নামটি আমারও ভীষন প্রিয়।