এনবিএন ডেক্স: জ্বালানি তেল ও সিএনজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারে দেশের ন্যায় নওগাঁয় বিএনপির ডাকা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়। কোন নাশকতা মূলক ঘটনা না ঘটলেও পুলিশ হার্ড লাইনে ছিল। জেলার কোন উপজেলায় বিএপির নেতা-কর্মিরা পিকেটেং করতে পারেনি। বিকেল থেকে নওগাঁ বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এবং পার নওগাঁ ঢাকা বাসষ্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু হয়। দোকান পাট বন্ধ ছিল। ব্যাংকের লেনদেন কম ছিল। সকল অফিস আদালত খোলা ছিল।
মহাদেবপুরঃ
মহাদেবপুরে হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়। বিএপির নেতা-কর্মিরা দলবদ্ধ হয়ে কোথাও মিটিং-মিছিল, পিকেটিং করতে পারেনি। পুলিশ, মোবাইল কোর্টের ম্যাজিটেষ্ট ইউএনও আখতারুজ্জামান মাসের মোড়ে দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। পুলিশ প্রতিটি মোড়ে মোড়ে নিয়োজিত থেকে কঠোর দায়িত্ব পালন করেন। দুপুর ১২টার পর ¯^vfvweK ভাবে দোকান-পাট খোলা হয়। ভারী যানবাহন চলাচল না করলেও রিস্কা-ভ্যান, লছিমন, সারর্জার চলা-ছলে নিয়োজিত ছিল।
মান্দাঃ
মান্দায় বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। উপজেলা সদরে দোকানপাট বন্ধ থাকলেও ভ্যান, অটোরিক্সাসহ ছোটখাটো যানবাহন চলাচল করেছে। হরতাল চলাকালে পিকেটিংসহ অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় হাটবার হওয়ায় জনস্বার্থে হরতালের কর্মসূচি সংক্ষিপ্ত করে দুপুর ১টায় বাজারের চৌরাসত্মা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি সামসুল আলম প্রামানিক। সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, নাজমূল হক নাজু, আহসান হাবীব, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক শফিকুল বাবুল চৌধুরী, আখেরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন টুকু, যুবদল নেতা মিজানুর রহমান নান্টু, আব্দুল জলিল, আব্দুল মালেক, মাস্টার এনামূল হক, ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ, আব্দুলাহ আল মামুন বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
ধামইরহাট :
ঢিলে ঢালা হরতাল পালিত হয়েছে ধামইরহাটে। হরতালের পক্ষে বিপক্ষে বিএনপি-আওয়ামীলীগ ২ পক্ষই ছিল সরব। সকাল ১০ টায় বিএনপির একটি মিছিল আমাইতাড়া মোড় হতে বের হলে পুলিশী বাধায় তা হয়নি। বেলা ১১ টার দিকে আমাইতাড়া মোড়ে উপজেলা বিএনপির মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এক পথসভা শুরু করলে পুলিশী বাঁধায় মাইক ছাড়াই পথসভা চলতে থাকলে, সাড়ে ১১ টার দিকে হরতারে বিপক্ষে আওয়ামীলীগের ১টি মিছিল সেখানে পৌছিলে উত্তেজনা সৃষ্টি ও দুপক্ষই মারমূখী অবস্থান নেয়। ওসি জিয়া লতিফুল ইসলামের কড়া হসত্মক্ষেপে দু পক্ষই শান্ত হয় এবং বিএনপির তাদের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করে। ভারী যানবাহন চলাচল করেনি। দুপুর ১২ টার পর সকল দোকান-পাট খোলে এবং ছোট যানবাহন স্বাভাবিক চলাচল করে।
পোরশা:
জ্বালানী তেল ও সিএনজির দাম বৃদ্ধি এবং সরকারের অগণতান্ত্রিক এক তরফা জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রয় কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁর পোরশায় বিএনপির ডাকা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালন করা হয়েছে। গতকাল সকাল থেকে উপজেলার গুরত্বপূর্ণ সারাইগাছী, গাঙ্গুরিয়া, পোরশা মোড়ে, এবং উপজেলা সদরে হরতাল সমর্থনকারী দলগুলো অবস্থান নিয়ে পিকেটিং করে। ঐ দিন সকাল ১১টায় নিতপুর সদরে বিএনপি এক বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আ: ওহাব শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, নিতপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ছাদেকুল ইসলাম, ছাওড় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মন্জুরুল ইসলাম, মর্শিদপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মেহেদী হাসান বকুল প্রমুখ। হরতাল চলাকালে বাস, ট্রাক বা ভারি কোন যানবাহন চলাচল না করলেও ভ্যান, ভটভটি, টমটম, মটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঐ দিন উপজেলায় দোকান পাট বন্ধ ছিল। বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। এ সংবাদ লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর বা সহিংষতার ঘটনা ছাড়াই এ উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। #