21 Chaitro 1431 বঙ্গাব্দ শুক্রবার ৪ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / হরিপুরে বিয়ের ঘটক বর এর দুই ভরী স্বর্ণালঙ্কার চুরি

হরিপুরে বিয়ের ঘটক বর এর দুই ভরী স্বর্ণালঙ্কার চুরি

হরিপুর, (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় বিয়ের ঘটক ঘটকালি করতে গিয়ে বরের বাড়ীতে রাত্রে দুই ভরি স্বর্ণালঙ্কার চুরি করে ঘটক এখন শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত্রে উপজেলার মানিকখাড়ী গ্রামে।  জানায় যায়, মানিকখাড়ী গ্রামের মৃত সইফত আলীর ছেলে বেলাল (২৬) বিদেশ থেকে বাড়ী আসে এবং বিয়ে করবে মর্মে বিদেশ থেকে নতুন বড়কে উপহার দেওয়ার জন্য দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে আসে। বিয়ের ঘটকালি করার জন্য একই গ্রামের মৃত আঃ গফুরের ছেলে আমিরুল ইসলাম (২৮) ঘটক কে জানালে সে গত শনিবার দিবাগত রাত্রে নতুন বউয়ের সন্ধান নিয়ে বরের বাড়ীতে আসে। বিদেশ থেকে নতুন বউকে উপহার দেওয়ার জন্য কিকি এনেছে তা বরের কাছে দেখতে চাইলে বর বিটকেস বের করে ঘটককে স্বর্ণালঙ্কার দেখায়। ঘটক বাড়ী ফিরে এসে কৌশলে বরের ঘরে প্রবেশ করে বিটকেস থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যাবার সময় বর টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ঘেরাও করে ঘটককে আটক করে। এসময় একজন পালিয়ে যায়। সংবাদ পেয়ে হরিপুর থানা পুলিশ রবিবার ভোর-রাত্রে তাকে স্বর্ণালঙ্কারসহ আটক করে থানায় নিয়ে আসে এবং থানা পুলিশ তাকে ঠাকুরগাঁও শ্রীঘরে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …