15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় অরোভিট ড্রিংকস পান করে মা-ছেলের মৃত্যু: অসুস’ ২

নওগাঁর মান্দায় অরোভিট ড্রিংকস পান করে মা-ছেলের মৃত্যু: অসুস’ ২

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় অরোভিট ড্রিংকস পান করে একই পরিবারের মা ও ছেলের মৃত্যু ও আরো দুইজন গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধায় মান্দা উপজেলার কালীকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামে। গ্রাম বাসি জানান প্রচন্ড তাপ দাহের কারণে গতকাল শুক্রবার দুপুরে গৃহকর্তা আব্দুস সামাদ একই গ্রামের মানিকের দোকান থেকে ৫প্যাকেট অরোভিট অরেঞ্জ ড্রিংকস পাউডার ক্রয় করে বাড়ি নিয়ে গিয়ে শরবত বানিয়ে আব্দুস সামাদ(৫০) স্ত্রী ফেরদৌসী বিবি (৪০) ছেলে মিলন (১১) ও মাসুদ (১৩) এক সঙ্গে পান করেন। শরবত পান করার সঙ্গে সঙ্গে তারা অসুস’ হয়ে পড়লে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করে দেওয়া হয়। চিকিৎসাধিন অবস্থায় ফেরদৌসী ও মিলন মারা যায়। পরে অবস্তার অবনতি হলে আব্দুস সামাদ ও মাসুদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে স’ানান-র করা হয়। বর্তমানে তাদের অবস’া আশংকা জনক বলে জানা গেছে। জব্দকৃত অরোভিট ড্রিংকসের প্যাকেটে সফট ড্রিংক পাউডার জুনিয়ার লেখা রয়েছে। প্রস’তকারী প্রতিষ্ঠানের নাম স্ট্র্যান্ডার্ড ফুডস কোং, রাজশাহী। প্যাকেটে বি.এস.টি.আই এর সিলমোহর থাকলেও উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের কোন তারিখ উল্লেখ নেই। স্থানীয় চিকিৎসকদের মতে নিন্ম মানের অরোভিট ড্রিংকস পাউডারের বিষক্রিয়াই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে মান্দা সার্কেলের এ এস পি শরিফ উদ্দীন ও থানার অফিসার ইনচার্জ আব্দুলাহেল বাকী ঘটনাস’ল পরিদর্শন করছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছেন। এ বিষয়ে মান্দা থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার

নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …