পিরোজপুর প্রতিনিধিঃ
নারকেল পাতার ডগা নিয়ে বড় ভাই ছুরি বসিয়ে দিল ছোট ভাই’র গলায়।গত ১২ মে দুপুরে ঘটনাটি ঘটেছে নাজিরপুর উপজেলার উত্তর হরিপাগলা গ্রামের করাতি বাড়ি। ঘটনার বিবরনে জানা গেছে নারকেল পাতার ডগা নিয়ে প্রথমে দু’ভাইর ছেলে-মেয়ে ও স্ত্রীদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া এক পর্যায়ে ভাইদের মধ্যে গড়ায়। তখন বড় ভাই ননী গোপাল করাতি(৪৮) ছোট ভাই তাপস করাতির(৪১) গলায় তালের মুচি কাটা ছুরি বসিয়ে দেয়। তাপসকে গ্রামবাসী উদ্ধার করে প্রথমে নাজিরপুর হাসপাতালে এবং সেখান থেকে আড়াইশ’ বেড হয়ে এখন খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে গণধোলাইর শিকার হয়ে ননী গোপাল করাতি ও তার স্ত্রী মলিনা রানী করাতি এখন নাজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।হাসপাতালের বেডে বসে ননী গোপাল করাতির সাথে কথা হলে তিনি জানান ছোট ভাই তাপস ভয়ংকর লোক। তাকে কুঠার দিয়ে আঘাত করতে চেয়েছিল তাই নিজের প্রাণ বাচাতে ছুরি দিয়ে আঘাত করলে তার গলায় লাগে। আর এ খবর নাজিরপুরে ছড়িয়ে পড়লে প্রবীণ ব্যাক্তি দিজেন্দ্রনাথ চক্রবর্তী বলেনওমা এতো দেখছি ঘোর কলি।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …