22 Bhadro 1432 বঙ্গাব্দ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বর্ন্যাঢ্য রালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তরজাতিক নার্সেস দিবস পালিত।

নওগাঁয় বর্ন্যাঢ্য রালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তরজাতিক নার্সেস দিবস পালিত।

এন বি এন ডেক্সঃ ”তথ্য ও কর্মে সমতা আনয়ন” এই প্রতিপাদ্য বাস-বায়নের দাবীতে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আনর্-জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে নার্স ট্রেনিং ইন্সটিটিউট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় নার্স ট্রেনিং ইন্সটিটিউটে গিয়ে শেষ। প্রধান অতিথি হিসাবে র‌্যালীটির উদ্ধোধন ও আলোচনা সভায় ছিলেন, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। নার্স ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে নার্স ইন্সট্রাক্টও ইনচার্জ হামিমা উম্মে মোরশেদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ সোলায়মান আল ফারুক, ডাঃ জাহিদ নজরুল ইসলাম চৌধূরী, নার্স সুপারভাইজার লায়লা আরজুমান, নার্সিং ইন্সট্রাক্টও রওশন আরা, জীবন নেছা, গোলাম কবির হোসেন, জেসমিন আকতার ও তানজিলা বানু প্রমুখ বক্তব্য রাখেন। র‌্যালী ও আলোচনা প্রায় ৪ শতাধিক নার্স অংশ গ্রহন করেন।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …