22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ফিল্মি স্টাইলে প্রতিবেশীকে মারপিট ও লুটপাট দফায় দফায় হামলা ১জন জখম! থানায় মামলা নেয়নি!!

নওগাঁয় ফিল্মি স্টাইলে প্রতিবেশীকে মারপিট ও লুটপাট দফায় দফায় হামলা ১জন জখম! থানায় মামলা নেয়নি!!

এন বি এন ডেক্সঃ নওগাঁয় শহরস্থ বাঙ্গাবাড়ীয়া এলাকার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীকে মারপিট করে জখম ও লুটপাট করেছে মর্মে থানায় অভিযোগ হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, বাঙ্গাবাড়ীয়া এলাকার সাইফুল ইসলাম ও শাহিনের সঙ্গে দীর্ঘদিন থেকে কলহ বিবাদ হয়ে আসছিল। এর এক পর্যায়ে গত ২৮ এপ্রিল আনুমানিক ২টার দিকে সাইফুল ইসলাম(৪৫) পিতা মৃত সেকেন্দার আলী, গুলজার (৪০), স্বপন (৩০) উভয়ের পিতা হোসেন আলী সাং- দূর্গাপুর, মোছা সীমা বেগম (৩৫) স্বামী সাইফুল ইসলাম, সুরভী আকতার (১৮), পিতা সাইফুল ইসলাম সর্ব সাং বাঙ্গাবাড়ীয়া থানা ও জেলা নওগাঁগণ বে-আইনী ভাবে শাহিনের বাড়িতে আক্রমণ চালিয়ে তার বোন হালিমা বেগম কে রড দ্বারা আঘাত করে গুরুতর জখম করে। বর্তমানে হালিমা বেগম নওগাঁ সদর হাসপাতালে মহিলা ওর্য়াডে ৩০ নং বেডে চিকিৎসাধীন আছে। অপরদিকে উক্ত সন্ত্রাসীরা পুনরায় ঐ দিনই আবার হামলা চালিয়ে শাহিনের স্ত্রী তহমিনাকে মারপিট করে এবং পাল্টা মিথ্যা অভিযোগ থানায় দাখিল করেন। জানা যায়, সাইফুল ইসলাম বর্তমানে বদলগাছীর উপজেলা ভূমি অফিসে চাকুরীরত আছে। আর এই চাকুরীরর দাপটে গরীব রিক্সা চালকের বাড়ীতে দফায় দফায় হামলা চালিয়ে উপর মহল ম্যানেজ করে দাপটের সঙ্গে ঐ সব সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল ওয়াহেদ এর সঙ্গে কথা বললে তিনি জানান বিষয়টি আমরা তদন্ত করে দেখছি প্রয়োজন বোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ড হয় নাই। যখমি হালিমা নওগাঁ হাসপাতালে মৃত্যুর সংঙ্গে পাঞ্জা লড়ছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …