15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কুড়িগ্রামে পূর্বশত্রুতার জের ধরে ফ্লিমি ষ্টাইলে সন্ত্রাসী তান্ডব

কুড়িগ্রামে পূর্বশত্রুতার জের ধরে ফ্লিমি ষ্টাইলে সন্ত্রাসী তান্ডব

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা সদরের হিঙ্গনরায় নয়াগ্রামের স্থানীয় প্রভাবশালী কতিপয় যুবক পূর্বশত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর বসতবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে ফ্লিমি ষ্টাইলে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ বিপুল অর্থের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা সদরের হিঙ্গনরায় নয়াগ্রাম এলাকার মৃত মজিবর রহমানের পুত্র ব্যবসায়ী রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে স’ানীয় প্রভাবশালী কতিপয় যুবকদের সাথে বিরোধ চলে আসছিল। এই পূর্বশত্রুতার জের ধরে গত শনিবার রাতে অতর্কিতভাবে আরমান (৩৫), আজিজুল (৩২), হাফিজ (২২), রহমান (২৫), আরমুন (২০), ইদুল (১৮), রাজিব (২৪), আলতাফ (৩২), সোহেল (৩০) নামক যুবকগণ সহ আরো অজ্ঞাত কতিপয় যুবক সংগবদ্ধ হয়ে ফ্লিমি ষ্টাইলে ব্যবসায়ী রফিকুলের আদর্শ জিয়া বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও তার বসতবাড়িতেও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় ব্যবসায়ী রফিকুল ইসলাম নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …