কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও গাছপালা, বৈদ্যুতিক তার বিচ্ছিন্নসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরের উপর গাছ চাপা পড়ে আহত ৬ ব্যক্তি ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রয়েছে। স’ানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে সবচে’ বেশী ক্ষতিগ্রস’ হয়েছে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ও তিলাই ইউনিয়নে। ইউনিয়ন ২টির কাঠগির, পাগলাহাট, শালঝোড় ও ছাট গোপালপুর গ্রামের প্রায় ৫ শত কাচা ও টিনের ঘর এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। গাছ উপড়ে পড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিন্নবিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শস্য ভান্ডার খ্যাত ভূরুঙ্গামারীর ইউনিয়ন ২টিতে শিলা বৃষ্টিতে ধান ও পাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পাগলা হাটের হাটসেডগুলো ঝড়ে উড়ে গেছে। তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর গ্রামের ঘরের উপর গাছ চাপা পড়ে গুরুত্বর আহত অবস্থায় আন্না বেগম(২৭), আসমা (২৮), মফিজুল (২৫) এবং পালপাড়া গ্রামের বাবু পাল (২৮), সন্ধ্যারাণী পাল (২০) ও বুড়িরাণী পাল (২১) কে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবিব রাত সাড়ে ৮টায় বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস’ এলাকাগুলো পরিদর্শন করে মনে হচ্ছে শিলখুড়ি ও তিলাই ইউনিয়ন ২টির উপর দিয়ে যেন তান্ডব হয়ে গেছে। উড়ে গেছে টিনের চাল, দুমড়ে মুচড়ে গেছে ঘর-বাড়ী, গাছপালা। শিলা বৃষ্টিতে ধান ও পাটের ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে।
Home / সারাদেশ / ভুরুঙ্গামারীতে আকস্মিকভাবে ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে ৫ শতাধিক ঘরবাড়িসহ গাছপালা লন্ডভন্ড বৈদ্যুতিক তার ছিন্নভিন্ন : ৬ ব্যক্তি আহত
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …