22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর ধামইরহাটে কারেন্ট জাল ও ফরমালীন বিরোধী অভিযান

নওগাঁর ধামইরহাটে কারেন্ট জাল ও ফরমালীন বিরোধী অভিযান

এনবিএন ডেক্স : নওগাঁর ধামইরহাটে গত ১৮ সেপ্টেম্বর রবিবার কারেন্ট জাল ও ফরমালীন বিরোধী অভিযান চালানো হয়। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার মোঃ মকছেদ আলী প্রামানিক জানান, গতকাল রবিবার দুপুর ২ টায় ধামইরহাট উপজেলার সর্ব বৃহৎ হাট ধামইরহাট হাটে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক অভিযান চালিয়ে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী গ্রামের মেছের আলীর ছেলে মোঃ ছালামত, একই গ্রামের ওবায়দুল হক ও সুনিল কে ১৬ গাছা কারেন্ট জালসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃত দের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান তাদের প্রত্যেককে মৎস্য সংরক্ষন আইনের আওতায় ১ হাজার টাকা জরিমানা পূর্বক মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দিনে উক্ত হাটে ফরমালীন বিরোধী অভিযানে মৎস্য বাজারে কোন ফরমালীনের উপস্থিতি পাওয়া যায় নি বলে মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে। সব শেষে বিকেল ৪ টায় আটককৃত ১৬ গাছা কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জন সম্মূখে আগুনো পুড়িয়ে ধ্বংশ করা হয়। এ ব্যাপারে  মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য  সংরক্ষনে এ অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …