15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় সরকারী খাদ্য অধিদপ্তরের ৫৩৭ বস্তা চালসহ মিল সিলগালা, মিল মালিক হাফিজার রহমানকে আটক করেছে পুলিশ

নওগাঁয় সরকারী খাদ্য অধিদপ্তরের ৫৩৭ বস্তা চালসহ মিল সিলগালা, মিল মালিক হাফিজার রহমানকে আটক করেছে পুলিশ

এন বি এন ডেক্সঃ নওগাঁ সদর উপজেলার হাসান হোসেন রাইস মিলে সরকারী খাদ্য অধিদপ্তরের ৫৩৭ বস্তা চাল উদ্ধারসহ মিল সিলগালা করে মিল মালিক হাফিজার রহমানকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানার পুলিশ। এলাকাবাসীরা ওই মিল থেকে ৯০০ বস্তা চাল উদ্ধারের কথা বললেও পুলিশ ৫৩৭ বস্তা চালের কথা স্বীকার করেছে। পুলিশ প্রতি চটের বস্তায় ৫০ কেজি করে বললেও এলাকাবাসীরা জানায় প্রতিটি চটের বস্তায় ৯০ কেজি করে চাল আছে। নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক আমিনুর রহমান জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সরকারী খাদ্য গুদামের বিভিন্ন প্রকল্পের বিপুল পরিমান চাল বিক্রির জন্য প্রস’তি নিচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে, নওগাঁ থানার পরিদর্শক ও সঙ্গীয় ফোর্স, সদর থানা খাদ্য অধিদপ্তরের ওসি এলএসডিসহ ওই মিলে গুদামজাতরত খাদ্য অধিদপ্তরের ও এলএসডির লেখা সম্বলিত ৫৩৭ বস্তা সরকারী চালসহ মিল মালিক হাফিজুর রহমানকে আটক করেছে। মিলের ওই চালের গুদাম ও মিল সিলগালা করেছে। পুলিশের ধারনা, সরকারী কোন প্রকল্পের চাল গোপনে ক্রয় করে বেশী মুনাফা লাভের আশায় বিক্রি করার জন্য গুদামে রেখেছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, নওগাঁ সদর খাদ্য গুদাম থেকে ৬০ মেঃ টন চাল ঢাকার কলাকোপা খাদ্য গুদামে ঠিকাদার মকবুল হোসেন পরিবহনে চুক্তি পায়। সেই মোতাবেক রবিবার নওগাঁ খাদ্য গুদাম থেকে ৪৫ মেঃটন চাল ৩টি ট্রাক ভর্তি করে ঢাকায় না নিয়ে সদর উপজেলার হাসান হোসেন রাইস মিলের গুদামে রাখে খাদ্য গুদামের ঠিকাদার মকবুল হোসেন ও মিল মালিক হাফিজুর রহমান। বাকী ১৫ মেঃটন আজ সোমবার খাদ্য গুদাম থেকে উঠানোর কথা ছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আমাকে খবর দিলে নওগাঁ খাদ্য গুদামের ওসি এলএসডি, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ উক্ত মিল থেকে চাল উদ্ধার করে মিলের গুদাম সিলগালা করে মিল মালিক হাফিজার রহমানকে আটক করেছে। পুলিশ মিল মালিক হাফিজারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মামলার প্রস’তি চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …