এন বি এন ডেক্সঃ কেন্দ্রীয বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী সরকারের সন্ত্রাসী বাহিনীর দ্বারা অপহরনের প্রতিবাদে সোমবার ২য় দিনে নওগাঁয় শানিত্মপূর্ন ভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল পালনের সময় রানা নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। রানা শহরের সুলতানপুর মহল্লার সাবেক এমপি মরহুম মোরশেদের পুত্র। সকল যানবাহন, দোকান-পাট বন্ধ রয়েছে । বিভিন্ন ব্যাংক-বীমা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকলেও সেগুলোতে কোন কাজ কর্ম ও লেনদেন চলছে না। প্রধান গেট বন্ধ রয়েছে। সকাল থেকেই বাস, ট্রাকসহ কোন যানবাহন নওগাঁ থেকে ছেড়ে যায়নি। শহরে দুই একটি ভ্যান রিকশা চলাচল করলেও রাসত্মা ঘাট সম্পূর্ন ফাঁকা রয়েছে । খোলা নেই শহরের দোকানপাট। সকাল থেকেই শহরের মুক্তির মোড়, তাজের মোড়, বাস ষ্ট্যান্ডসহ বিভিন্ন মোড় ও পয়েন্টে বিএনপির নেতা কর্মীরা অবস্থান নিয়েছে। খন্ড খন্ড মিছিল করছে। এ পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন স্থানে পুলিশ বসানো ছাড়াও র্যাব ও আইন শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে হরতাল চলাকালীন সময়ে শহরের তাজের মোড় থেকে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান। হরতাল সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল আঃ লতিফ খান, সাবেক এমপি রায়হান আকতার রনি, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান, সাবেক সভাপতি জালাল আহমেদ বকুল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপি নেতা আনায়ার হোসেন বুলু, এ্যাডঃ রফিকুল আলম, মাষ্টার, শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আঃ মতিন. জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক আঃ সালাম পিন্টু, জেলা যুবদল নেতা মানিক খান. জেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহবায়ক শফিউল আজম ওরফে ভিপি রানা, টুটুল ও উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অতি সত্বর সুস’ শরীরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীকে ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। ইলিয়াসকে ফিরিয়ে দেয়া না হয় এবং সারা দেশে লাগাতার হরতালসহ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে দিতে বাধ্য করা হবে।
এদিকে, নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফেরামের উদ্যোগে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফোরামের সভাপতি এ্যাডঃ সুলতান মাহমুদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে ফোরামের সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক এ্যাঃ আব্দুল মোত্তালিব, বারের সাবেক সম্পাদক এ্যাডঃ রফিকুল আলম, এ্যাডঃ রেজাউল ইসলাম, এ্যাডঃ মুনছুর রহমান, এ্যাডঃ ওয়াজেদ আলী, এ্যাডঃ আকছাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অপর দিকে, ফোরামের অপর একটি অংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ্যাডঃ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে এ্যাডঃ হাফিজুর রহমান, এ্যাডঃ মিনহাজুল ইসলাম, এ্যাডঃ মোকছেদুল ইসলাম, এ্যাডঃ সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বক্তারা অতি সত্বর সুস’ শরীরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীকে ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। ফিরিয়ে দেয়া না হয় তাহলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে দিতে বাধ্য করা হবে।#
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …