15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / মঠবাড়িয়ায় ঘর পুড়ে যাওয়ায় একটি পরিবারের মানবেতর জীবন যাপন

মঠবাড়িয়ায় ঘর পুড়ে যাওয়ায় একটি পরিবারের মানবেতর জীবন যাপন

পিরোজপুর প্রতিনিধিঃ মঠবাড়িয়ায় ঘর পুড়ে যাওয়ায় একটি অসহায় পরিবারের মানবেতর জীবন যাপনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কালিকাবাড়ি গ্রামের দিন মজুর ফুলমিয়ার টিনের তৈরী বসত ঘরটি আসবাবপত্র ও মালামালসহ সমপ্রতি আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। সরেজমিনে ঘটনাস’লে গিয়ে দেখা যায় দিন মজুর ফুল মিয়া ও সালেহা বেগম দম্পতি খোলা আকাশের নিচে কোন রকম ছাপড়া দিয়ে মানবেতর জীবন যাপনের করুন দৃশ্য। সালেহা বেগম জানান, তার স্বামী মানষিক বিকারগ্রস্থ। তার ৪মেয়ের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। এক মেয়ে গার্মেন্টসে চাকুরি করে। ছোট মেয়েটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়া-শুনা করে। ঘর না থাকায় ছোট মেয়েটি রাতে অন্যের ঘরে রাত্রি যাপন করে। সালেহা বেগম আক্ষেপ করে জানান, আমার ঘর পুড়ে যাওয়ার পর আমি চেয়ারম্যান, মেম্বার সহ সবার দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরে বেরিয়েছি কোথাও কোন প্রকার সাহায্য পাইনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কাছে তেমন কোন বরাদ্ধ না থাকায় কোন ব্যবস্থা নিতে পারেনি। তারপরও দেখি কি করা যায়।
সালেহা বেগম আরও বলেন, এ ব্যাপরে পিরোজপুর জেলা প্রশাসক এর কাছে ত্রান তহবিল থেকে সাহায্য পাইবার আবেদন করেও আজ পর্যন- কোন সাহায্য পাইনি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘর তোলার সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …