8 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / পীরগঞ্জে কৃষি বিভাগের পরিচালকের সি,আই,জি কার্য্যক্রম পরিদর্শন ।

পীরগঞ্জে কৃষি বিভাগের পরিচালকের সি,আই,জি কার্য্যক্রম পরিদর্শন ।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোজি প্রজেক্ট (এনএটিপি) এর সি,আই,জি দলের কার্য্যক্রম বেশ প্রশংসা অর্জন করেছেন । ইতিমধ্যে এ কার্য্যক্রমের মাধ্যমে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের রাজাররামপুর গ্রামের অর্ধশত মহিলা বিভিন্ন কার্য্যক্রমের মাধ্যমে স্বাবলম্বি হতে পেরেছে । আর তাই সোমবার পীরগঞ্জের রাজাররামপুরে সি,আই,জি‘র এ কার্য্যক্রম পরিদর্শনে এসেছিলেন কৃষি বিভাগ সরেজমিন উইং এর পরিচালক মুকুল চন্দ্র রায় । তিনি দীর্ঘ সময ওই গ্রামে কম্পোষ্ট সার তৈরী, কুয়ার নালায় মাছ চাষ, খামার জাত সার , সজিনা চাষ সহ বিভিন্ন কার্য্যক্রম পরিদশৃন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষি বিভাগের অতিঃ পরিচালক সেকেন্দার আলী, উপ- পরিচালক গোলাম সোবহানী, শস্য উৎপাদন বিশেষজ্ঞ শওকত আলী, উদ্ভিদ সংক্ষন বিশেষজ্ঞ এম রুহুল আমিন, কৃষি বিভাগের ডিপুটি ডাইরেক্টর ফিরোজ আহম্মেদ, উপজেলা কৃষি-কর্মকর্তা রেজাউল করিম, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়াম্যোন জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং ওই ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপসি’ত ছিলেন । এ কার্য্যক্রম পবিদর্শন শেষে পরিদর্শক দল ইউনিয়নের কৃষক পরামর্শ কেন্দ্র পরিদন করেন এং কৃষকদের সঙ্গে কথা বলেন ।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …