কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ঠিক করতে এসে গণধর্ষনের শিকার হয়েছে এক যুবতী। ৫ জন ধর্ষক তাকে পালাক্রমে ধর্ষণের পর আটকিয়ে তার পিতার কাছে মুক্তিপণ দাবী করেছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ধর্ষিতাকে উদ্ধার করে ভূরম্নঙ্গামারী থানায় পাঠানো হয়। পুলিশ এ ব্যাপারে অভিযান চালিয়ে দু’ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায়, ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাতাঙ্গারীয়া গ্রামের আজিজার রহমানের কন্যা (১৭) গত শুক্রবার বিকেলে মোবাইল মেরামতের জন্য ধামের হাট বাজারে যায়। মোবাইল সেটটি ঠিক করতে সন্ধ্যা নেমে হলে মফিজুল বুদা (২৪) নামক এক ব্যক্তি তাকে ফুঁসলিয়ে তার ভায়রা জমসের ফকিরের ফাকা বাড়িতে নিয়ে যায়। সেখানে ৫জন মেয়েটিকে উপর্যুপরি ধর্ষণ করে মাসুদের হাতে তুলে দেয়। মাসুদ তাকে একটি বাড়িতে নিয়ে তালাবন্ধ করে রাখে। যুবতির পিতা আজিজার অনেক খোজাখুজির পর ধামের হাটের মাসুদের কাছে তার মেয়ে আটক রয়েছে মর্মে জানতে পায়। যোগাযোগ করলে মাসুদ মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে ভূরম্নঙ্গামারী থানায় পাঠায়। পুলিশ এ ব্যাপারে থানায় মামলা নেয় এবং অভিযান চালিয়ে ধর্ষক আনোয়ার (২৫) ও আশরাফুল (২২) দু’জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …