22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কুড়িগ্রামে ৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক গ্রেফতার

কুড়িগ্রামে ৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত ৭এপ্রিল কুড়িগ্রাম জেলা শহরস’ ঘোষপাড়ায় ৪৭ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, রাত ৯টা ৪০ মিনিটে বিশেষ কায়দায় তৈরী প্লাস্টিক বোতল জাতকৃত ফেন্সিডিলসমূহ নিয়ে সোহেল রানা (২০), পিতা শামসুল আলম, কাতকাই দক্ষিণ পাড়া টাঙ্গাইল ও কালাম (২১), পিতা মৃত সিরাজ নিলুর খামার ব্যাপারির হাট নাগেশ্বরী কুড়িগ্রাম ঢাকাগামী বাসে ওঠার সময় তাদের চলাফেরা সন্দেহজনক হলে ট্রাফিক কনেস্টবল সালাউদ্দিন, সার্জেন্ট রবীন্দ্রনাথ মন্ডল ও সার্জেন্ট লুৎফুল আনাম সাগরকে খবর দিলে তারা দ্রুত ঘটনা স’লে গিয়ে ফেন্সিডিল আরোহী দুই যুবককে আটক করে সদর থানায় খবর দেয়। পরে সদর থানা অফিসার ইনর্চাজ মইনুল ইসলামের নির্দেশে এ এস আই অব্দুল হাই এর নেতৃতে পুলিশ আটককৃত যুবকদের গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক জেল হাজতে প্রেরণ করে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …