সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে স্বল্প পরিসরে চলতি বছরে তরমুজের চাষ হলেও বাম্পার ফলন ও দাম ফলন ভাল থাকায় তরমুজ চাষীদের মুখে হাসি ফুটেছে। সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে, চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় চলতি বছরে ১শত ১০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। উৎপাদন ও বাজারে দাম ভাল থাকায় তরমুজ চাষী লাভবান হয়েছে। বাজারে তরমুজের দাম ভাল থাকায় উৎপাদন খরচ বাদে প্রতিবিঘা জমি থেতে ২০হাজার থেকে ৩০ হাজার টাকা লাভ হয়েছে। প্রতি বিঘা জমিতে ১০হাজার থেকে ১২হাজার টাকা খরচ হলেও তরমুজ ভাল ফলন হওয়ায় প্রতি বিঘা জমিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা বিক্রয় হচ্ছে। বর্তমান বাজারে প্রতিকেজি তরমুজ ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রয় হচ্ছে। দিঘি সগুনা গ্রামের রফিকুল ইসলাম জানান, আমি ৫বিঘা জমি ১বছরের জন্য ৩০হাজার টাকা দিয়ে লিজ নিয়ে তরমুজের আবাদ করেছি। আমার মোট খরচ হয়েছে প্রায় ৮০হাজার টাকা। আমার উৎপাদন খরচ বাদে প্রায় ১লাখ থেকে দেড় লাখ টাকা লাভ হতে পারে। তরমুজ চাষী আব্দুল আলিম জানান, আমার চাষ কেটে দেওয়ার পরও ভালই হয়েছে। লাভ না হলে আসল চালান উঠেছে। তাড়াশের সেরাজপুর, গুড়পিপুল, বারুহাস, পেঙ্গুয়ারী, ধোপাগাড়ি, দিঘুরিয়া, সোড়াবাড়ি, তালমসহ বেশ কিছু গ্রামে স্বল্প পরিসরে তরমুজের চাষ হয়েছে। দিঘুরিয়া গ্রামের তরমুজ চাষীরা জানান, গত কয়েক বছর তরমুজের ভার ফলন না হওয়ায় এবং বাজার ভাল না পাওয়ায় তরমুজ চাষীরা আগ্রহ হারিয়ে ফেলে ক্ষীরা চাষে ঝুকে পরে। এবছর তরমুজ এত ভাল হবে তা কৃষক জানতনা। বিনসাড়া গ্রামের আবু বক্কার সিদ্দিক জানান, এবার তরমুজের দাম ভাল। আমি প্রতি বছর ১৫ থেকে ২০বিঘা জমিতে তরমুজ চাষ করতাম। প্রতিবারই উৎপাদন খরচ না হওয়াতে এবার আবাদ করেনি। কিন’ এবার এত ভাল তরমুজ হবে তা জানতাম না। রাঙার পাড়ার তরমুজ ব্যবসায়ী আব্দুল আলিম জানান, এবার বাজারে তরমুজের চাহিদা ব্যাপক। উৎপাদন কম হওয়াতে চাহিদার তুলনায় আমদানী কম থাকায় বাজার চড়াও হয়েছে। কিন- হাট বাজারে খাজনার আদায়কারীদের দাপটে ব্যাপারীরা তরমুজ কিনে বেশী সুবিধা করতে পারছেনা। চাদাবাজদের কবলে পরে তরমুজ ব্যবসায়ীরা দিশেহানা হয়ে পরেছে। এক ট্রাক তরমুজের জন্য খাজনা দিতে হয় ১হাজার টাকা। হাট বা বাজার এলাকা ছাড়া হলেও খাজনা আদায়কারীরা মাঠের মধ্যে এসে ট্রাক দাড় করিয়ে টাকা আদায় করছে। ফলে দুরের ব্যাপারীরা তাড়াশে এসে তরমুজ কিনতে হিমশিম খাচ্ছে। উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান জানান, ভাল আবহাওয়া থাকায় এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। তাছাড়া বাজারে ভাল দাম পাওয়ায় তরমুজ চাষীরা লাভবান হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …