15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও দূর্নীতির অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও দূর্নীতির অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক এর বিরুদ্ধে দূর্নীতি ও স্বেচ্ছারীতার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। নাগেশ্বরী পৌরসভার স্থায়ী বাসিন্দা রাশেদ চৌধুরী, মোখলেছুর রহমান, ভজন চন্দ্র সেন সহ কয়েকজন স্বাক্ষরীত একখানা অভিযোগপত্র সচিব, জনপ্রশাসন বিভাগ, বিভাগীয় কমিশনার রংপুর ও চেয়ারম্যান দূর্নীতি দমন কমিশন বরাবরে প্রেরণ করেছে। অনুলিপি কুড়িগ্রাম ও নাগেশ্বরী প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
লিখিত অভিযোগে দেখা যায়, ২০১০-১১ অর্থ বছরে ৩০শে জুন এডিপি’র (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) নাগেশ্বরী উপজেলার অনুকুলে প্রাপ্ত বরাদ্দ ফেরৎ যাবে এই অজুহাতে রফিকুল হক তড়িঘড়ি করে প্রকল্প গ্রহণ করেন এবং ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেক প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্ব দেন। তার নির্দেশে প্রকল্প চেয়ারম্যানরা দ্রুত বিল-ভাউচার তৈরি করে তাতে শুধুমাত্র স্বাক্ষর নিয়ে অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে ট্রেজারিতে জমা দেন এবং ট্রেজারি অফিসারকে নির্দেশ দেন বিলগুলি ইউপি চেয়ারম্যান-মেম্বারদেক না দিতে। সে যুক্তি দেখায়, টাকা গুলো তুলে তিনি নিজের কাছে রেখে কেন্দ্রীয় ভাবে খরচ করবেন। গৃহীত প্রকল্পগুলির মধ্যে ছিল ক্রীড়া সামগ্রী ক্রয় বাবদ ২টি প্রকল্পে ২ লাখ টাকা। এর একটির প্রকল্প চেয়ারম্যান ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম অপরটি স্থানে গয়েষপুর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন। জলাতংক রোগের রোগ প্রতিরোধক ভ্যাকসিন ক্রয় বাবদ ৫০ হাজার টাকা। প্রকল্প চেয়ারম্যান কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই। সেলাই মেশিন ক্রয় প্রকল্পের চেয়ারম্যান হাসনাবাদ ইউপি’র চেয়ারম্যান নুরুন্নবী দুলাল। নলকুপ ক্রয় প্রকল্প চেয়ারম্যান কেদার ইউপি’র চেয়ারম্যান আজিবর রহমান। এভাবে ৯টি প্রকল্প তৈরি করে ৯ লাখ টাকা তিনি (ইউএনও) উপজেলা প্রকৌশলী অফিসের হিসাবরক্ষক নজরুল ইসলামকে দিয়ে স’ানীয় সোনালী ব্যাংক হতে উত্তোলন করে নিজের কাছে জমা রাখেন। ৩০শে জুন শেষে প্রকল্পে চেয়ারম্যানরা প্রকল্পের জিনিসপত্রের দাবী করলে সে টালবাহনা শুরু করে এবং সকল প্রকল্পের বিপরীতে মাত্র ১ লাখ টাকা দিয়ে কয়েকটি ফুটবল, ব্যাটমিনটন, ১০টি নলকুপ, ১০টি সেলাই মেশিন এনে নিজেই বিতরণ করেন। কিন’ জলাতংকের একটি ভ্যাকসিনও দেননি।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগরের কাছে জানতে চাইলে তিনি জানান, ৩০শে জুন তারাহুড়া করে বিল-ভাউচার ইউএনও’র দায়িত্বে পাশ করে দেওয়া হয়। সে সুযোগে ইউএনও ব্যাংক থেকে টাকা গুলো উত্তোলন করে নিজের কাছে রেখেছিল সত্য। তবে খরচ কিভাবে করেছে আমি তা জানি না। ঐ সময় আমার সঙ্গে তার মারাত্মক সম্পর্কের অবনতি ছিল।
জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ জানান, ইউএনও ৯ লাখ টাকার কাজ না করে চেয়ারম্যানরা আত্মসাৎ করবে এই ধুয়া তুলে নিজের কাছে রেখেছিল। ১ লাখ টাকা খরচ করে বাকী টাকা সে সম্পূর্ণ আত্মসাৎ করেছে। তিনি অভিযোগ করেন, গ্রীষ্মকালীন খেলা-ধুলার জন্য ৮০ হাজার টাকার বিপরীতে ২টি প্রকল্প গ্রহণ করা হয়। একটি’র প্রকল্প চেয়ারম্যান আমি ছিলাম বরাদ্দ ৩৫ হাজার টাকা অপরটি প্রকল্প চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরল হক বরাদ্দ ৪৫ হাজার টাকা। যার কোন খেলা হয়নি বা কোন ক্রীড়া সামগ্রী কোথাও বিতরণ করা হয়নি। তিনি বলেন, ২০১২ সালে ডিসেম্ববরে উপজেলার মাসিক অধিবেশনে জলাতংক ভ্যাকসিন ক্রয়ের জন্য তার নিকট জমা ৫০ হাজার টাকার কথা তুললে ইউএনও কোন উত্তর দেয়নি।
জানতে চাইলে কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই স্কুল গনেশপুর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান নুরন্নবী দুলাল ও ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম জানান, ৯ লাখ টাকা বিল-ভাউচারে ইউএনও রফিকুল হক আমাদের নিকট হতে বিল-ভাউচারে স্বাক্ষর নিয়ে ট্রেজারিতে জমা দেয় এবং এলজিইডি’র হিসাবরক্ষক নজরুল ইসলামের মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলন করে নিজের কাছে রাখে। আমাদের দ্বারাই কোন নলকুপ, সেলাই মেশিন, খেলার সরঞ্জামাদি এবং ভ্যাকসিন বিতরণ করেন নাই। তারা অভিযোগের সুরে বলেন, আমরা টাকা তুলে নাকি আত্মসাৎ করতাম কিন’ উনি (ইউএনও) কি করল। তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন- টিম গঠন করে তার দূর্নীতি তদনে-র দাবী জানান।
অপরদিকে, এলজিইডি’র হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, আমাকে ইউএনও ট্রেজারি পাশ করে ব্যাংক থেকে টাকা তুলে তার কাছে জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন আমি তা পালন করছি মাত্র।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, নির্বাহী অফিসারদের বিরুদ্ধে প্রত্রিকায় লেখা-লিখি করে কি লাভ।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …