হরিপুর (ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১২ উপজেলা প্রশাসন এর উদ্দেগ্যে উদ্যাপন হয়েছে। রাত্রী ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করেন। পরে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক দল ও দলের অংগ সংগঠন,এনজিও, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৮ টায় হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ করে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট, গার্লসগাইড, বিএনসিসি ও ছাত্র-ছাত্রীদের কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় নব-নির্মিত উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের শুভ উদ্বোধণ করেন স্থানীয় এমপি আল্হাজ দবিরুল ইসলাম। স্মৃতিসৌধের শুভ উদ্বোধণ শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ এর সভাপত্ত্বিতে এক সভা আলোচনা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, স’ানীয় এমপি আল্হাজ দবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামীম ফেরদৌস টসর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ও সাবিনা ইয়াসমিন রিপা, আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এসএম আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …