এন বি এন ডেক্সঃ জাতীয় সংসদের নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি’ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বলেছেন, সৈনিকেরা যৌবনের সোনালী সময় দেশ মাতৃকার জন্য বিসর্জন দেওয়ায় ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। গত শনিবার বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন সৈনিক সংস’ার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। সংগঠনের উপজেলা শাখার সভাপতি সামসুজ্জোহা হাকিম এতে সভাপতিত্ব করেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা জাপা’র সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, নজিপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক, ধামইরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ওবাইদুল হক সরকার, আজাহার আলী, মাহফুজার রহমান মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক জাবিদ হোসেন মৃদু, ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, সৈনিক সংস্থার ধামইরহাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য বুলবুল, আজাহার ইসলাম, জাহিদুল ইসলাম পটু প্রমুখ।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …