15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / মঠবাড়িয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ- আদালতে মামলা

মঠবাড়িয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ- আদালতে মামলা

পিরোজপুর প্রতিনিধিঃ প্রবাদ আছে কুকুরের লেজে শত ঘি মাখলেও সোজা হয় না।তেমনি দৃষ্টান- পাওয়া গেছে কুখ্যাত রাজাকার আমজাদ আলী হাওলাদারের কাছ থেকে। তার বিরুদ্ধে উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃতঃ মুজাহার আলী বেপারীর ছেলে নবী হোসেন (৬০) যুদ্ধাপরাধীর অভিযোগ এনে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (এম পি-১০৩৯/১০) দায়ের করেন।আমজাদ (৭০) উপজেলার পাঁচশত কুড়া গ্রামের মৃতঃ জয়নুদ্দিনের ছেলে।এদিকে ওই রাজাকার আমজাদ মিয়ার বিরুদ্ধে পাঁচশত কুড়া গ্রামের সোনামিয়ার বাড়ী জামে মসজিদের জমি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। মনেহয় যেন তিনি ৭১‘র শোষনের কথা আজও ভুলতে পারেনি। এব্যাপারে ওই গ্রামের হযরত আলী মল্লিকের ছেলে ওই মসজিদ কমিটির সহ- সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৩৫) বাদী হয়ে মসজিদের জমি দখলের অভিযোগ এনে তাকে সহ ৬ জনকে আসামি করে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (সি আর-১০৫৩/১১)দায়ের করেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …