পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পাষন্ড স্বামী ও তার পরিবারের অমানুসিক নির্যতনে গৃহবধূ ২ সন্তানের জননী মমতাজ বেগম (৩৩) মারাত্মক আহত হয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রনায় ছটফট করছে। তার পুরো শরীরে আঘাতের কালো দাগ দেখা গেছে। এ ব্যাপারে মমতাজ বেগম বাদী হয়ে পাষন্ড স্বামী বাবুল হাওলাদার (৪০) ,সতীন আকলিমা আক্তার শিউলী (২৫) কে সহ ৭ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় (এজাহারভূক্ত) মামলা দায়ের করেন।বাবুল উপজেলার সূর্যমনি গ্রামের রুস’ম আলী হাওলাদারের ছেলে। অন্যান্য আসামীরা হলেন মোঃ মোনাহাওলাদার (৫০),কহিনুর বেগম (৪৫), বাদল (৩৫), রীনা বেগম (২৮),ও নাসিমা বেগম (৩৭)। মামলা সূত্রে জানা যায় প্রায় গত ১৭ বছর আগে বাবুলের সাথে মমতাজের বিবাহ হয়। মেয়ের সুখের কথা ভেবে মমতাজের বাবা সুলতান হাওলাদার স্বর্ণালংকার ও যাবতীয় মালামাল সহ বাবুলের ঘরে মেয়েকে তুলে দেয়। দাম্পত্ত জীবনে তাদের ঘরে ২ টি পুত্র সন্তান জন্ম নেয়। বিবাহের কিছুদিন পর বাবুল বিদেশে যাওয়ার কথা বললে মমতাজ তার বাবার কাছ থেকে এনে নগদ ১ লাখ টাকা বাবুলের হাতে তুলে দেয়। বাবুল বিদেশে না গিয়েওই টাকা আত্মসাৎ করে । এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো ও মমতাজকে মারধর করতো। এদিকে মমতাজ বেগমকে না জানিয়ে বাবুল তার মামাতো বোন শিউলীকে ২য় বারের মতো বিবাহ করে। মমতাজ বেগম এ সকল ঘটনার প্রতিবাদ করতে গেলে গত ১৬/০৩/১২ ইং তারিখ বিকালে ঘরের দরজা বন্ধ করে উল্লেখিত আসামীরা তাকে নির্মম ভাবে নির্যতন করে ও তার শ্লীলতাহানী ঘটায়। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তিনি প্রাণে বেচে যান।
আরও পড়ুন...
মামলা তুলে নেয়ার জন্য আসামীদের হুমকি নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা মৃত্যুর প্রহর গুনছে
এনবিএন ডেক্সঃ গত ১২ মে নওগাঁ সদও উপজেলার চন্ডীপুর গ্রামে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে …