15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পীরগঞ্জে একটি ইটভাটা বন্ধে মালামাল জব্দের নির্দেশ ।

পীরগঞ্জে একটি ইটভাটা বন্ধে মালামাল জব্দের নির্দেশ ।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: অবশেষে পীরগঞ্জের চতরা হাট সংলগ্ন লোকালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশে স্থাপিত ইট ভাটার মালামাল জব্দ এবং ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। গত ১২ মার্চ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এক পত্রে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে এই নির্দেশ দেন। এতে বলা হয়, চতরা হাটের সন্নিকটে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও আবাসিক এলাকায় পরিবেশ ছাড়পত্র গ্রহণ ব্যতীত কৃষি জমিতে অবৈধ ভাবে ইটভাটা নির্মান পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্নক ক্ষতিকর। এরূপ কার্যকলাপের ফলে জীব বৈচিত্র, কৃষি ও ফলজ বৃক্ষ ক্ষতিগ্রস’ এবং আবাসিক এলাকার পরিবেশ ক্ষুন্ন হচ্ছে। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী ক্ষতিপুরণ আদায় যোগ্য এবং দন্ডনীয় অপরাধ। বিষয়টি অবহিত করন পুর্বক রংপুরের জেলা প্রশাসককে উল্লিখিত ইটভাটার নামে কোন প্রকার লাইসেন্স প্রদান না করারও অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জন গুরুত্ব পূর্ণ এই বিষয়টি সংশ্লিষ্ট ভাটা মালিককেও অবহিত করনের জন্য বলা হয়েছে ওই পত্রে।
উল্লেখ্য, চতরার এ ইট ভাটার ব্যাপারে এলাকাবাসীর ব্যাপক আপত্তি সত্বেও মেসার্স রহমান ব্রাদার্স এর মালিক আব্দুল কাদের নামের জনৈক ব্যাক্তি ইট পোড়ানোর কাজ অব্যাহত রেখেছেন । ফলে এলাকাবাসী উর্ধতন কতৃপক্ষের কাছে অভিযোগ প্রেরন করেছিলেন এবং দাবানল সহ একাধিক পত্রিকায় এ সংক্রান- সংবাদও প্রকাশিত হয়েছিল । সার্বিক এ পরিস্থিতিতে এ নির্দেশ দেয়া হয ।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …